Main Menu

নারীদের উন্নয়নে ব্রাহ্মণবাড়িয়া লেডিস ক্লাব উল্লেখযোগ্য অবদান রাখবে -জেলা প্রশাসক

+100%-

ব্রাহ্মণবাড়িয়া লেডিস ক্লাবের শুভ উদ্বোধন অনুষ্ঠান

নারী-বান্ধব নির্মল সুস্থ বিনোদন পারস্পরিক যোগাযোগ ও নারীর উন্নয়নে প্রাতিষ্ঠানিক পরিবেশ সৃষ্টির লক্ষ্যকে সামনে নিয়ে সরকারি কর্মকর্তাগণের স্ত্রী, নারী কর্মকর্তা ও গন্যমান্য নারী ব্যক্তিবর্গ, মহিলা রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নারী প্রতিনিধিবৃন্দদের সমন্বয়ে ১৬ এপ্রিল ২০১৫ তারিখ সন্ধ্যা ০৭.০০ টায় সার্কিট হাউস সম্মেলন কক্ষে ব্রাহ্মণবাড়িয়া লেডিস ক্লাবের শুভ উদ্বোধন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া লেডিস ক্লাবের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, জেলা প্রশাসক, ব্রাহ্মণবাড়িয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মনিরুজ্জামান পিপিএম (বার), পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া লেডিস ক্লাবের সভানেত্রী জেলা প্রশাসক পতœী জনাব সুলতানা জেসমিন আরাবী। অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করেন জনাব লুৎফুন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি), ব্রাহ্মণবাড়িয়া। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন পুলিশ সুপার, পুলিশ সুপার পতœী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পতœী, উপজেলা নির্বাহী অফিসার, সদর পতœী, বিশিষ্ট সমাজ সেবক নায়ার কবির, নারী নেত্রী মিনারা আলম, প্রধান শিক্ষক, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়সহ উপস্থিত সদস্যবৃন্দ। আলোচনায় বক্তারা ব্রাহ্মণবাড়িয়া লেডিস ক্লাব গঠন করাকে খুবই সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ্য করেন। তাঁরা এ ধরনের মহতি উদ্যোগ গ্রহণের জন্য ব্রাহ্মণবাড়িয়া লেডিস ক্লাবের সভানেত্রী ও জেলা প্রশাসক পতœীকে জনাব সুলতানা জেসমিন আরাবীকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন জানান। অনুষ্ঠানে জেলার সরকারি কর্মকর্তাদের স্ত্রী, সরকারি নারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিসহ অন্যান্য নারীরা অংশগ্রহণ করেন। সভানেত্রী তার বক্তব্যে জানান, জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবসসমূহ উদযাপন, নারী শিক্ষার প্রসার, চিত্তবিনোদন, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্লাব সদস্যদের বিদায়, অবসর গ্রহণ ইত্যাদি আনুষ্ঠানিকতা পালন, বনভোজন ও নৈশভোজের আয়োজন, আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে শিক্ষার বিকাশ ও নারীর আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং সমস্যাপীড়িত সদস্যদের কল্যাণ ও সাহায্যার্থে প্রয়োজনীয় পদক্ষেপসহ নানামুখী উদ্দেশ্য নিয়ে ব্রাহ্মণবাড়িয়া লেডিস ক্লাব গঠন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নারী সমাজের উন্নয়নের লক্ষ্যে এ গুরুত্বপূর্ণ সংগঠনের আত্মপ্রকাশকে অভিনন্দন জানান। তিনি নারীর উন্নয়নে ব্রাহ্মণবাড়িয়া লেডিস ক্লাব অসামান্য অবদান রাখতে পারবে মর্মে প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার সকল শ্রেণি পেশার মানুষকে সর্বদা এ প্রতিষ্ঠানের পাশে থাকার জন্য উদাত্ত আহবান জানান। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় এবং নৈশভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সকলের অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতায় জন্য সভানেত্রী সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।প্রেস রিলিজ 






Shares