বাংলা নববর্ষ উপলক্ষে জেলাবাসীকে পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিনের শুভেচ্ছা ও অভিনন্দন
![+](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/plus.png)
![100%](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/100.png)
![-](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/minus.png)
পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪২২ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার সর্বস্তরের নাগরিকদের বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি জননেতা মোঃ হেলাল উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তির এক অভিনন্দন বার্তায় মেয়র বলেন, হাজার বছরের ঐতিহ্য মন্ডিত আবহমান বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্ধ অংশ পহেলা বৈশাখ। বিশ্বায়নের এই যুগে আকাশ সংস্কৃতির প্রভাবে পৃথিবীর বিভিন্ন দেশের অপ-সংস্কৃতির করাল গ্রাসে বাংলা সংস্কৃতি যখন নিমজ্জিত হচ্ছে, তখন প্রতি বছর পহেলা বৈশাখ এসে আমাদেরকে নিজস্ব সংস্কৃতিতে উজ্জীবিত হতে প্রেরণা দেয়। আমাদেরকে বাঙ্গালীয়ানায় উদ্বুদ্ধ করে। তাই বৈশাখী উৎসব বাঙ্গালীর প্রাণের উৎসব, জাতীয় উৎসব। তিনি বলেন পহেলা বৈশাখের চেতনা ধারণ করে বছরের প্রতিটি দিন যেন আমরা প্রকৃত বাঙ্গালী হয়ে উঠতে পারি আমাদের সকলকে সেই চেষ্টা করতে হবে। দেশীয় সংস্কৃতি চর্চা করে বিশ্বের বুকে বাঙ্গালী সংস্কৃতিকে সুউচ্চ আসনে প্রতিষ্ঠিত করতে হবে। মেয়র আশা প্রকাশ করে বলেন হাজার বছরের বাঙ্গালী সংস্কৃতির গৌরবধারা অব্যাহত থাকুক। অক্ষুন্ন থাকুক মানুষের পারস্পারিক ভ্রাতৃত্বের বন্ধন। বিবৃতিতে মেয়র জেলাবাসী সকলের সুখ ও সম্মৃদ্ধি সফল জীবন কামনা করেন।