যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস ২০১৫ পালিত
ডেস্ক ২৪ঃঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস ২০১৫ উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় ট্যাংকেরপাড়স্থ লোকনাথ দিঘীর ময়দান হতে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন মুক্ত মঞ্চে এসে শেষ হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মঞ্চে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আজাদ ছাল্লালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব এডঃ সৈয়দ এ কে এম এমদাদুল বারী, পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম (বার), ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, সাবেক অধ্যক্ষ প্রফেসর মুখলেছুর রহমান খান। সভার সঞ্চালনা করেন সাংবাদিক মনির হোসেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, জাতির জনক বঙ্গবন্ধুকে ছাড়া বাংলাদেশ কল্পনা করা যায় না। বঙ্গবন্ধুর মত নেতা ছিলেন বলেই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করতে পেরেছে। তাই শেখ মুজিবুর রহমানকে আওয়ামী লীগের নেতা বললেই চলবে না। কারণ তিনি সার্বজনীন নেতা ছিলেন। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ নিয়ে বিশ্বের অনেক স্থানে এর গবেষণা চলছে। এই ভাষণের বিশ্লেষণ খুজে বের করার চেষ্টা করছে বিশ্বের অনেক দেশ। তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষকে ভালবেসে ছিলেন, মাটিকে ভালবেসে ছিলেন। তার জন্যই দেশের মানুষ তাঁকে আজ স্মরণ করছে। আলোচনা সভা শেষে জাতীয় শিশুদিবস উপলক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের নিয়ে প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।