Main Menu

খালপাড়ের অবৈধ লীজ প্রদান করার সিদ্ধান্ত বাতিলের দাবিতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ মানববন্ধন কর্মসূচী

+100%-

১৮ ফেব্রুয়ারি ২০১৫ খ্রিঃ তারিখ রোজ বুধবার সকাল ১০.৩০ ঘটিকার সময় জামে মসজিদ রোডস্থ চেম্বার ভবনে ফরিদ উদ্দিন আহমেদ মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি আলহাজ্ব আজিজুল হক সাহেবের সভাপতিত্বে ব্রাহ্মণবাড়িয়া শহরের অতি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত টাউন খালের উত্তর পাড় অবৈধ বন্দোবস্ত দেওয়ার প্রতিবাদে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চেম্বারের উর্ধ্বতন সহ সভাপতি আলহাজ্ব আশরাফুল আলম মাহফুজ, সহ সভাপতি হাজী মোঃ বাবুল মিয়া, সাবেক সভাপতি ও বর্তমান পরিচালক তানজিল আহমেদ, সাবেক সহ-সভাপতি ও বর্তমান পরিচালক আল মামুন, সাবেক সহ সভাপতি আলহাজ্ব মোঃ শাহজাহান মিয়া, পরিচালক আলহাজ্ব মোঃ শাহ আলম, কাজী জাহাঙ্গীর, মিজানুর রহমান, মোজাম্মেল হক আজাদ মোল্লা, মোঃ বাবুল মিয়া, মোঃ আল আমিন, সুব্রত পাল, শেখ আল মামুন আহমেদ, মোঃ রেজুয়ানুল হক, আলহাজ্ব আবুল ফয়েজ, জাকিরুল ইসলাম শফিক, মোঃ কামাল মিয়া, মোঃ রফিকুল ইসলাম, মোঃ নুরুজ্জামান ভূঁইয়া, মাসুদুর রহমান ভূঁইয়া ও বিভিন্ন বাজার কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ। উক্ত প্রতিবাদ সভায় খালপাড় অবৈধভাবে লীজ দেওয়ার তীব্র প্রতিবাদ জানানো হয়। উক্ত প্রতিবাদ সভায় অভিমত প্রকাশ করা হয় যে, ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রধান বাণিজ্যিক এলাকা সমূহ হচ্ছে জগত বাজার, খালপাড়, সড়ক বাজার, টান বাজার, আনন্দ বাজার, কোর্ট রোড ও টি.এ.রোড। উল্লেখিত এলাকার ব্যবসা বাণিজ্যের যোগাযোগের অন্যতম মাধ্যম হচ্ছে নৌপথ। আর এই নৌপথটির অন্যতম স্থান হচ্ছে টাউন খাল। এই খালটি দিয়ে বর্ষাকাল তথা বছরের অনেকটা সময় গ্রামগঞ্জ সহ জেলার বিভিন্ন উপজেলার জন সাধারণ বা ক্রেতা বিক্রেতাগণ পন্য সামগ্রী পরিবহন করে থাকে। বিশেষ করে আখাউড়া, কসবা, বিজয়নগর, নবীনগর উপজেলার ব্যবসায়ীগণ এই খালটি দিয়ে পন্য সামগ্রী পরিবহন করে থাকে। এছাড়া বাণিজ্যিক এলাকার এই জায়গাটি পণ্য লোড-আনলোডে ট্রাক পার্কিংয়ের জন্য বর্তমানে ব্যবহার হচ্ছে। খাল পাড়ের সামনের এই জায়গাটি এমনিতেই সংকীর্ণ। টান বাজার, জগত বাজার, সড়ক বাজার, হকার্স মার্কেট, খালপাড় সহ অন্যান্য মার্কেটে সকল মালামাল বিশেষ করে সার, রড, সিমেন্ট, টিন, কাঠ, খাদ্যদ্রব্য সহ নানা রকম ভারি মালামাল ভর্তি গাড়ি আনা নেওয়ার একমাত্র সড়ক এটি। বর্তমানে এই রাস্তার পাশে দোকান হলে এই সড়ক দিয়ে ট্রাক-তো দূরের কথা- সাধারণ যানবাহন চলাচল দূরুহ হয়ে পড়বে। তাছাড়া বাজার এলাকায় ঢাকা- চট্টগ্রাম সহ দেশের বিভিন্নস্থান থেকে যত মালামাল আসে তা ওই জায়গাটিতেই আনলোড হয়। এ অবস্থায় উল্লেখিত খালের উত্তর পাড় পণ্য সামগ্রী পরিবহনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে ভূমিকা পালন করে। এ অবস্থায় অত্র চেম্বারের পক্ষ থেকে ব্যবসায়ীদের অসুবিধার কথা চিন্তা করে ইতিপূর্বে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার গোচরীভূত করা হয়েছে। সভায় ব্যবসায়ীরা আরো মতামত ব্যক্ত করেন, উল্লেখিত খালপাড়ের অবৈধ লীজ প্রদান করার সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে। যদি লীজ বাতিল করা না হয় ব্যবসায়ী সমাজ ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করে লীজ বাতিল করতে বাধ্য করবে। সভায় এ বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহিত হয় যে, উক্ত লীজ বাতিলের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া চেম্বারের নেতৃবৃন্দ, বিভিন্ন বাজার কমিটির নেতৃবৃন্দ ও সর্বস্তরের ব্যবসায়ীগণ আগামীকাল ১৯ ফেব্রুয়ারি ২০১৫ খ্রিঃ তারিখ রোজ বৃহস্পতিবার সকাল ১০.০০ ঘটিকা হতে ১১.০০ ঘটিকা পর্যন্ত শহরের খালপাড়ে স্ব স্ব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচী পালন করবেন।

উক্ত প্রতিবাদ সভায় ও মানববন্ধন কর্মসূচীতে যথাসময়ে উপস্থিত থাকার জন্য ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পক্ষ থেকে চেম্বারের সভাপতি আলহাজ্ব আজিজুল হক সর্বস্তরের ব্যবসায়ীগণকে অনুরোধ জনিয়েছেন।প্রেস বিজ্ঞপ্তি






Shares