Main Menu

কবি অনিল সরকার প্রয়াণে ব্রাহ্মণবাড়িয়ায় শোক র‌্যালি স্মরণ সভা অনুষ্ঠিত

+100%-

প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, বামপন্থী রাজনীতির পুরোধা ব্যক্তিত্ব, ভারতের ত্রিপুরা রাজ্যের সাবেক তথ্য,সংস্কৃতি ও উচ্চ শিক্ষা দপ্তরের মন্ত্রী, উপমহাদেশের রাজনৈতিক ছড়া ও কবিতার কিংবদন্তী স্রষ্টা, অসাম্প্রদায়িক চেতনার সাহসী উচ্চারক, কবি অনিল সরকারের মহাপ্রয়াণে তিতাস আবৃত্তি সংগঠনের উদ্যোগে শোক র‌্যালি ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকালে স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্ত্বরে সংস্কৃতিকর্মী অ্যাডভোকেট মোঃ নাসিরের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট কবি ও সাংস্কৃতিক সংগঠক ও ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমীর সভাপতি জয়দুল হোসেন।
বাচিকশিল্পী বাছির দুলালের পরিচালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন জেলা জাসদের সভাপতি অ্যাডভোকেট আখতার হোসেন সাঈদ, বিশিষ্ট লেখক অধ্যাপক মানবর্র্দ্ধন পাল, জেলা সিপিবির সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অ্যাডভোকেট কাজী মাসুদ আহমেদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা আহবায়ক আবদুন নূর, মুক্তিযোদ্ধা দাবি বাস্তবায়ন পরিষদের আহবায়ক ওয়াছেল সিদ্দিকী, জেলা উদীচীর সাধারন সম্পাদক জহিরুল ইসলাম স্বপন, শ্রমিক ফেডারেশন সাধারন সম্পাদক কমরেড নজরুল ইসলাম, পীস ভিশনের সভাপতি অধ্যাপক শেখ জাহাঙ্গীর, জেলা খেলাঘর আসরের সাধারন সম্পাদক নীহার রঞ্জন সরকার ও তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক মোঃ মনির হোসেন।
ভাষা চত্বর থেকে এক শোক র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।






Shares