লাখো মানুষের অংশ গ্রহনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় শেষ হল দস্তারবন্দি ইসলামী মহাসম্মেলন
শামীম উন বাছির::ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশের মধ্য দিয়ে গতকাল শনিবার গভীর রাতে শেষ হয়েছে দেশের প্রাচীনতম দ্বীন-ই-শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শত বর্ষপুর্তি উপলক্ষে দস্তারবন্দি সম্মেলন। ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ ময়দানে ৩দিন ব্যাপী অনুষ্ঠিত মহাসম্মেলনে দেশ বিদেশের বরেণ্য আলেম-ওলামাগন অংশ নেন। সম্মেলনে কওমী মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। উপমহাদেশে ইংরেজ বিরোধী আন্দোলন এবং বিশ্বব্যাপী ইসলাম প্রচার ও প্রসার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকার কথা আলোকপাত করা হয়। তিনদিন ব্যাপী সম্মেলনে ভারতের দারুল উলুম দেওবন্দে’র আল্লামা আবুল কাশেস নোমানী, আল্লাম হাবিবুর রহমান আযমী, মাওলানা ক্বারী আব্দুর রউফ, আল্লামা সৈয়দ মাহমুদ মাদানী, দেওবন্দের ভাইস প্রিন্সিপাল আল্লামা ক্বারী ওসমান, আল্লাম আমিন পালনপুরি, স্থানীয় সংসদ সদস্য র.আ.ম. উবাদুল মোক্তাদির চৌধুরী। দেশের শীর্ষ আলেমদের মধ্যে আল্লামা জুনায়েদ বাবুনগরী, মাওঃ মুফতি ওয়াক্কাস, নুরুল ইসলাম ওলিপুরি, ড. আ.ফ.ম. খালিদ হোসেন, মাওলানা উবায়দুর রহমান খান নদভী, আল্লামা মনিরুজ্জামান সিরাজী, জেলা প্রশাসক ড. মোশাররফ হোসেন, পুলিশ সুপার মনিরুজ্জামান পিপিএম, মাওঃ মাহমুদুল হাসান, মাওলানা সাজিদুর রহমান, মাওঃ জুবায়ের আহমেদ আনসারী, মুফতি সাখাওয়াত হোসাইন, মাওলানা ইমরান মাজহারী, মাওলানা মজিবুর রহমান হামিদী, মাওলানা মোমতাজুল করিম বাবা হুজুর, মাওঃ মাহফুজুল হক, মাওঃ আবুল হাসনাত আমিনী প্রমুখ। শেষ দিনে বিকেল থেকে নারী-পুরুষের শ্রোত ছিল জেলার ঈদগাহ মাঠমুখী। ব্রাহ্মণবাড়িয়ার প্রত্যন্ত অঞ্চল এবং আশ-পাশ জেলাগুলো থেকে ধর্মপ্রাণ হাজার হাজার নারী-পুরুষ ইসলামী মহাসম্মেলনে যোগ দেন। সন্ধ্যা থেকে জেলা ঈদগাহ ময়দান কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। আশপাশের রাস্তাগুলোতে বিপুল সংখ্যক মানুষ অংশ গ্রহণ করে। তাছাড়া বাসা বাড়ি, বিল্ডিং এর ছাদ, বাড়ির উঠানে প্যান্ডেল টানিয়ে মানুষ অবস্থান নেয়। মহিলাদের জন্য পিটিআই মাঠ, কাজীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বিশেষ ব্যবস্থা করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাসে সর্বাধিক আলোচিত ইসলামী মহাসম্মেলনটি ঘিরে নজির বিহীন উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়। রাত ১২টা ৫০ মিনিটে ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আল্লামা ক্বারী ওসমান। মোনাজাতে মুসলিম উম্মাহ এবং দেশ ও জাতির জন্য হৃদয়গ্রাহী মোনাজাত করা হয়। ১৭ মিনিট ২৪ সেকেন্ডে মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় শহরের বিভিন্ন অঞ্চলসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলার ধর্মপ্রাণ মুসলমানরা মোবাইল ফোনের মাধ্যমে মোনাজাতে অংশ গ্রহণ করেন।