Main Menu

বীরমুক্তিযোদ্ধা খন্দকার আবুল বাসার এর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

+100%-


সরাইল উপজেলার শাহজাদপুর ইউনিয়ন এর দেওড়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা হাবিলদার (সেনা অব:) খন্দকার আবুল বাসার ০৯-১০-২০১৪ খ্রি: বৃহস্পতিবার সময় রাত ২ ঘটিকার সময় ৭৫ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্ব মেড্ডা শান্তিবাগে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ——— রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র, আত্মীয়স্বজন সহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। গতকাল ১০-১০-২০১৪ খ্রি: বাদ জুম্মা মরহুমের নামাজের জানাজা পূর্ব মেড্ডা বায়তুছ সালাম জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। নামাজের জানাজায় প্রশাসনিক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধাগণ সহ মুসল্লীগণ অংশগ্রহণ করেন। নামাজের জানাজার শেষে রাষ্ট্রের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি সদর) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূইয়া এবং মুক্তিযোদ্ধা সংসদ সদর উপজেলা কমান্ডের পক্ষে উপজেলা কমান্ডার আলহাজ্ব মোঃ আবু হোরায়রাহ মরহুমের মরদেহে পুষ্পার্ঘ অর্পন করে শ্রদ্ধা জানান। পুষ্পার্ঘ অর্পণ শেষে এ এস আই মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে পুলিশ বাহিনীর একটি চৌকষ ও সু-সজ্জিত দল সশস্ত্র সালাম প্রদান ও এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানান। মরদেহ তখন জাতীয় পতাকায় আচ্ছাদিত ছিল। বিউগলে তখন করুণ সূর বাজতেছিল।
সে সময় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূইয়া, সদর উপজেলা কমান্ডার আলহাজ্ব মোঃ আবু হোরায়রাহ, বীর মুক্তিযোদ্ধা সুবেদার (অব:) শহিদুল হক ভূইয়া, বীরপ্রতীক, শাহজাদাপুর ইউনিয়ন কমান্ডার কামাল খান, বীর মুক্তিযোদ্ধা দুধ মিয়া, আব্দুল আহাদ, আব্দুর রউফ ভূইয়া, অলিউল্লাহ, ২নং পৌর ওয়ার্ড কাউন্সিলর আবুল বাসার, শ্রমিক নেতা হাজী জমসেদ উদ্দিন জমসেদ, ইঞ্জিনিয়ার ও শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান, এ এস আই (অব:) আলী হায়দার ভূইয়া, বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক নেতা আবুল বাশারসহ সর্বস্তরের নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন। রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে মরহুমের লাশ পূর্ব মেড্ডা কবরস্থানে দাফন করা হয়।






Shares