Main Menu

জয়নাল হত্যা মামলা সিআইডিতে হস্তান্তর ও প্রধান আসামীকে গ্রেফতারের দাবীতে সাংবাদিক সম্মেলন

+100%-


ব্রাক্ষনবাড়িয়ার চাঞ্চল্যকর জয়নাল হত্যা মামলা সি.আই. ডিতে হস্তান্তর ও মামলার প্রধান আসামীকে গ্রেফতারের দাবী জানিয়েছে নিহতের স্বজনরা। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মনবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে নিহতের স্ত্রী ও স্বজনরা জনাকীর্ন এক সাংবাদিক সম্মেলনে এ দাবী জানান। সাংবাদিক সম্মেলনে তারা প্রশ্ন উত্থাপন করে বলেন, আমতলী বাজারের পাহাড়াদার জয়নালকে কি ভাবে ? কারা ? কেন ? কি উদ্দেশ্যে হত্যা করেছে ? পুলিশ কেন প্রধান আসামী হুমায়ুনকে গ্রেফতারের পর ছেড়ে দিয়েছে ? সাংবাদিক সম্মেলনে জানানো হয়, গত ১৬ জুলাই পাহাড়ারত অবস্থায় জয়নালকে আসামী হুমায়ুনসহ অন্যরা পরিকল্পিতভাবে হত্যা করেছে। পুলিশ প্রধান আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারের পর বিকেলে আসামীর বড় ভাই মারা যাওয়ায় লাশ দেখাতে নিলে পুলিশের কাছ থেকে আসামী পালিয়ে যায়। নিহতের স্বজনরা দাবী করেন তদন্তকারী কর্মকর্তা বাদীনীকে প্রশ্ন করে বলেন, আসামী হুমায়ুন যে, আপনার স্বামীকে হত্যা করেছে তা কি দেখেছেন। আসামী দ্বারা প্রভাবিত হয়ে পুলিশ তাকে ধরছে না  বলে সাংবাদিক সম্মেলনে বলা হয়েছে। এর আগে হুমায়ুনকে গ্রেফতারের দাবীতে ১৭ আগষ্ট আমতলী বাজারে শতশত নারী ও পুরুষ মানবন্ধন করে। সাংবাদিক সম্মেলনে অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতারের মাধ্যমে হত্যা রহস্য উদঘাটন দাবী জানান। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের স্বজন হাবিবুর রহমান। এসময় নিহতের স্ত্রী সাহানা, স্বজন নাজমুল আলম দুলাল, নুরুজ্জামান নানা প্রশ্নের উত্তর দেন।
উল্লেখ্য বাজারের নৈশ প্রহরী জয়নালকে দুর্বৃত্বরা পাহাড়ারত অবস্থায় নৃশংস ভাবে হত্যা করে। এ ঘটনায় হুমায়ুনকে প্রধান আসামী করে অজ্ঞাত ৯ জনকে আসামী করে মামলা করা হয়।






Shares