Main Menu

মশিউর রহমান খাঁন ভাষানী ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার পথিকৃত

+100%-

ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের স্থপতি, প্রবীন সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সমাজ সেবক মশিউর রহমান খাঁন ভাষানীর মৃত্যুতে জেলা উন্নয়ন পরিষদের উদ্যোগে সোমবার বিকালে স্থানীয় লোকনাথ দিঘীর পাড় পৌর কমিউনিটি সেন্টারের সম্মূখে দোয়া মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে। শোক সভায় বক্তারা বলেন, মশিউর রহমান খাঁন ভাষানী ছিলেন ব্রাহ্মনবাড়িয়ার পথিকৃত। জেলার উন্নয়নে তার অবদান অবিশ্মরনীয়। তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে সাহসী ও বলিষ্ঠ কন্ঠস্বর। যে কারনে তাঁকে বার বার কারা বরণ করতে হয়েছিল। বক্তারা বলেন এ জেলার মানুষ তাঁকে আজীবন মনে রাখবে। ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের সভাপতি সাংবাদিক মোখলেসুর রহমান জীবন এর সভাপতিত্বে ও সহসভাপতি প্রভাষক শেখ জাহাঙ্গীর এর সঞ্চালনায় শোক সভায় মশিউর রহমান খাঁন ভাষানীর বর্ণাঢ্য জীবনের উপর আলোক পাত করেন সাবেক মেয়র ও জেলা বিএনপি’র আহ্ববায়ক হাফিজুর রহমান মোল্লা কচি, ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্ট ইউনিটের সাকে ভাইস চেয়ারম্যান ও জেলা কমিউনিটি পুলিশিং এর সাবেক সাধারণম্পাদক আব্দুল ওয়াহিদ খাঁন লাভলু, আলহাজ্ব এডভোকেট মো: গোলাম সারোয়ার ভূঁইয়া খোকন, জেলা আওয়ামীলীগ নেতা আব্দুল আওয়াল, কাউন্সিলর আহসান উল্লাহ্ হাসান, পরিষদের সাবেক সভাপতি আল্হাজ্ব মীর মোস্তাফিজুর রহমান প্রমূখ। মরহুমের রূহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা ও কোর আন্ তেলাওয়াত করেন আল্হাজ্ব মীর মোস্তাফিজুর রহমান।  


Shares