Main Menu

বঙ্গবন্ধুর শাহাদাৎ বাষির্কী পালন উপলক্ষ্যে শহর মহিলা আওয়ামীলীগের সভা অনুষ্ঠিত

+100%-

হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী, স্বাধীনতার মহানায়ক, বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৩৯ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া শহর মহিলা আওয়ামীলীগের এক আলোচনা সভা গতকাল সোমবার সন্ধ্যায় হালদাপাড়াস্থ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উদযাপন পরিষদ এর আহবায়ক, জেলা আওয়ামীলীগ ও ১৪ দলের সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আমানুল হক সেন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক, সাবেক পৌর চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আল মামুন সরকার, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এড. তাসলিমা সুলতানা খানম নিশাত। সভায় শহর মহিলা আওয়ামীলীগের সভাপতি শামিমা আক্তার এর সভাপতিত্বে ও মহিলা আওয়ামীলীগ নেত্রী নছিমা চৌধুরীর এর পরিচালনায় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন, শহর মহিলা আওয়ামীলীগের সহ সভা নেত্রী হালিমা মোর্শেদ, সাধারণ সম্পাদক নাজমুন্নাহার, সদর উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি শামিমা বেগম, সাধারণ সম্পাদক মাহমুদা বেগম, নারী নেত্রী মিলি ইসলাম, মনোয়ারা বেগম, উমা পাল, ফেন্সী বেগম, যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক আলম তারা দুলি, মুক্তি খান প্রমুখ। এ ছারাও সভায় জেলার বিভিন্ন পর্যায়ের নারী নেত্রীগন উপস্থিত ছিলেন। সভায় বক্তারা আগামী ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শাহাদাৎ বাষির্কী যথাযথ ভাবে পালনের করার জন্য সকলের প্রতি আহবান জানান।


Shares