Main Menu

পৌরএলাকার সাধারণ জনগোষ্ঠিকে পর্যাপ্ত স্যানিটেশন সুবিধায় আনা হচ্ছে…পৌর মেয়র

+100%-



ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন বলেছেন, বস্তি এলকার দরিদ্র জনগোষ্ঠি, রাস্তা-ঘাটে চলাচকারি মানুষদের স্যানিটেশন সুবিধা দেওয়ার জন্য পৌরসভার বিভিন্ন এলাকায় গনসৌচাগার, কমিনিউটি ল্যট্রিন ও ১ কক্ষ বিশিষ্ট ল্যট্রিন নির্মান করা হয়েছে। এসমস্ত সৌচাগার ব্যবহার করে পৌরসভাকে পরিষ্কার পরিছন্ন রাখতে হবে। মেয়র সকালে জগতবাজার ও হকার্স মার্কেটের গণসৌচাগার উদ্বোধন কালে উপরক্ত বক্তব্য প্রদান করেন। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী এটিএম মহিউদ্দিন খন্দকার, জগৎবাজার ব্যবাসায়ী কমিটির সভাপতি হাজী মোঃ শাহজাহান, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, জেলা চেম্বাবারের উর্ধতন সহ সভাপতি আশরাফুল আলম মাহফুজ, সহ সভাপতি মোঃ আল মামুন, চেম্বার পরিচালক মিজান আনসারি, অরুপ সাহা প্রমুখ।






0
0Shares