Main Menu

আনন্দময়ী কালীবাড়িতে অনুষ্ঠিতব্য ৬২তম বাৎসরিক হিন্দুধর্মীয় উৎসব সমাপনী আজ

+100%-

প্রতিবেদক :: সপ্তাহব্যাপী ভক্তিপূর্ণ পরিবেশে হিন্দু সম্প্রদায়ের সার্বিক অংশগ্রহণ এবং দিবারাত উপস্থিতির মাধ্যমে ৩০ চৈত্র হতে জীব ও জগতের কল্যাণ কামনায় ভূবন মঙ্গল কীর্তন সমিতির উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া আনন্দময়ী কালীবাড়িতে ৬২তম বাৎসরিক হিন্দু ধর্মীয় উৎসব ও মিলনমেলা উদযাপিত হয়েছে।

প্রতিদিন এবং রাতের কর্মসূচীর মধ্যে ছিল গৌর আহবান, সূর্য উদয় হতে অস্ত পর্যন্ত তারক ব্রহ্ম হরিনাম সংকীর্তন, শ্রী শ্রী হরিনাম সংকীর্তন, ধর্মীয় আলোচনা,  শ্রী মদ্ভগবদ গীতা পাঠা। পাঠক ছিলেন ডাঃ শ্যামল দাস গুপ্ত, বিমল দাস গোস্বামী, গোপীনাথ সূত্রধর, শিক্ষক রঘুনাথ দাস, ডাঃ বরুণ চন্দ্র রায়, হরি আনন্দ গোস্বামী। ধর্মীয় আলোচনা করেন শিক্ষক পংকজ কুমার রায়, ডাঃ নিত্য রঞ্জন চক্রবর্তী।

আলোচনা শেষে হরিনাম যুব সংঘের চাঁন মোহন রায় অষ্টপ্রহর ব্যাপী হরিনাম সংকীর্তনের শুভ অধিবাস পরিবেশন করেন। ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বিভিন্ন স্থান হতে আগত কীর্তনিয়া দল সমূহ ৭ দিন সংকীর্তন পরিবেশন করেন।

গতকাল নির্ধারিত কীর্তন অনুষ্ঠানে মাদের কোলে আগত শিশুদের গাভীর দুধ পান করানো হয়।

আজ প্রাতঃকালে নগর কীর্তন ও দধি মঙ্গল, দ্বিপ্রহরে মহাপ্রভুর ভোগরাগ পরিবেশন এবং দুপুর হতে সন্ধ্যা পর্যন্ত মহাপ্রসাদ বিতরণ করা হবে।






Shares