Main Menu

আধুনিক সুদর্শন মসজিদ কমপ্লেক্স নির্মানের জন্য সকলের অংশগ্রহন মূলক ভূমিকা রাখতে হবে – জেলা প্রশাসক

+100%-

প্রতিবেদক :: ব্রাহ্মণবাড়িয়া জেলার কেন্দ্রীয় জামে মসজিদ এর সম্প্রসারিত ভবনের নির্মান কাজ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকালে মসজিদ রোডস্থ (বড় মসজিদের পুরাতন ভবন) এর উত্তর পাশে নতুন এই ভবনের নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোসাররফ হোসেন ,পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন।

এ উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার সিনিয়র মোহাদ্দেছ মুফতি মুহাম্মদ মোবারকুল্লাহ,  মোনাজাতে অংশ গ্রহন করেন বড় মসজিদের খতিব মাওঃ মুহাম্মদ বেলায়েতুল্লাহ, প্রেস ক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজা, সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, মসজিদ পরিচালনা কমিটির সদস্য হারুন-অর রশিদ হিরু, আশিকুল ইসলাম, এড. লোকমান হোসেন, মোঃ শাহ আলম, কমরেড নজরুল ইসলাম, আলহাজ আবুল ফয়েজ প্রমুখ সহ শহরের গন্যমান্য ব্যক্তি বর্গ।

এসময় জেলা প্রশাসক ড. মোশাররফ হোসেন বলেন আল্লাহ তায়ালার প্রবিত্র ঘর মসজিদ। জেলার কেন্দ্রীয় এই মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজে প্রচুর মুসল্লি সমবেত হন। শুক্রবার সহ অন্যান্য পবিত্র দিনে এখানে মুসল্লিদের স্থান সংকুলান হয় না। তাই এর সম্প্রসারণ একটি সময় উপযোগী পদক্ষেপ। তিনি ভবিষ্যত জন সংখ্যার বৃদ্ধির কথা মাথায় রেখে একটি আধুনিক ও সুদর্শন কম্প্লেক্স নির্মানের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

মেয়র হেলাল উদ্দিন বলেন, আমাদের প্রিয় ও পবিত্র স্থান এই মসজিদ কমপ্লেক্স নির্মানের জন্য মসজিদ কমিটির নিজেস্ব অর্থায়নের পাশাপাশি সমাজের হৃদয়বান ব্যক্তিদেরও এগিয়ে আসতে হবে। উল্লেখ্য সম্প্রসারিত ভবন নির্মানের পর বর্তমান পুরাতন ভবন ভেঙ্গে নতুন করে নির্মান করা হবে।






Shares