Main Menu

বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেমের ইন্তেকাল–রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

+100%-

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই (দঃ) ইউনিয়নের নরসিংসার গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাসেম গত ১৭ মার্চ রাত ৮ টায় শহরের এক ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ( ইন্নাল্লিলাহির………….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বৎসর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, ৪ কন্যা, আত্মীয়-স্বজনসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। ১৮ মার্চ বাদ যোহর মরহুমের নামাজের জানাযা পয়াগ – নরসিংসার এ, বারী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে রাষ্ট্রের পক্ষ থেকে সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম এবং মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে সাবেক সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মোঃ আবু হোরায়রাহ এবং মোঃ জয়নাল আবেদীন মরহুমের মরদেহে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান। পুস্পস্তবক অর্পণ শেষে এস, আই মোঃ নাজমুল আলম এর নেতৃত্বে পুলিশের একটি সু-সজ্জিত দল গার্ড অব অনারের মাধ্যমে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানান। এসময় বিউগলে করুণ সুর বেজে উঠে। মরদেহ তখন জাতীয় পতাকায় আচ্ছাদিত ছিল। সে সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা কমান্ডের সাবেক ডেপুটি জেলা কমান্ডার মোঃ জাকির হোসেন, নাটাই (দঃ) ইউনিয়ন কমান্ডের কমান্ডার জি,এম শহিদুল্লাহ, ডেপুটি কমান্ডার মোঃ হারুন আল রশিদ, বীর মুক্তিযোদ্ধা ডাঃ ফরিদ উদ্দিন, মোঃ আবু শামা, সাবেক মেম্বার ফজলুল হক, তাজুল ইসলাম, হাজী ইদ্রিস মাষ্টার, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুর রহমানসহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা জনানো শেষে মরহুমের মরদেহ নরসিংসার গ্রামের কবরস্থানে দাফন করা হয়। ( খবর বিজ্ঞপ্তি)






Shares