Main Menu

বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

+100%-

বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচী অংশ হিসেবে শুক্রবার সকাল ১১ টায় জেলা বিএনপির উদ্যোগে এক প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের হয়। রেল গেট চত্বর হতে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাব চত্বরে গিয়ে সমাবেশ করে।

জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি-র সভাপতিত্বে অনুষ্টিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদ্য কারামুক্ত জেলা বিএনপির সাধীরণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন। আরো বক্তব্য রাখেন সহ সভাপতি জিল্লুর রহমান,এডঃ সফিকুল ইসলাম, এডঃ গোলাম সারওয়ার খোকন, সিরাজুল ইসলাম। জেলা বিএনপির দপ্তর সম্পাদক এ,বি,এম, মোমিলুল হকের পরিচালনায় অনুষ্টিত সমাবেশে আরো বক্তব্য রাখেন- মোঃ আলমগীর হোসেন, মোঃ মাহীন, মনির হোসেন, এডঃ মাসুদ, রাসেদ কবির আকন্দ।

প্রধান বক্তা মোঃ জহিরুল হক খোকন তার বক্তব্যে বলেন, জনমতকে উপেক্ষা করে অন্যায়, অযৌক্তিক, জনস্বার্থ পরিপন্থি সিদ্ধান্তের মাধ্যমে সরকার এক লাফে প্রায় ৭% হারে বিদ্যুৎ মূল্য বৃদ্ধি করেছে। কুইক রেন্টালের হাজার কোটি টাকা চুরি যানাল করতে সরকারের একতরফা এ সিদ্ধান্তের তিনি তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, আসন্ন উপজেলা নির্বাচনে ব্যালটের মাধ্যমে বিএনপি মনোনীত একক প্রার্থীদের পক্ষে রায় দিয়ে জনবিচ্ছিন্ন এই সরকারকে প্রত্যাখান করার আহ্বান জানান।  (প্রেস বিজ্ঞপ্তি)






Shares