জহির-সিরাজের মুক্তির দাবীতে জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক : নির্দলীয় নিরপেক্ষ তত্ত্ববধায়ক সরকারের দাবীতে সারাদেশব্যাপী আন্দোলনের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে রাজপথে আন্দোলন করাকালীন ফ্যাসিষ্ট বাকশালী আওয়ামীলীগ সরকারের ষড়যন্ত্রের শিকার সাবেক ভিপি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুর হক খোকন, ও সাবেক জেলা ছাত্রদলের সভাপতি বর্তমান জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজসহ সকল গ্রেফতারকতৃ নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার এবং অযথা হয়রানীমূলক রিমান্ড আবেদনের প্রতিবাদে জেলা বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগ রবিবার দুপুর ৩টায় শহরের কাচারীপাড়স্থ পৌর মুক্তমঞ্চে এক বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এডঃ হারুন আল রশিদের সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে উপস্হিত ছিলেন সদর উপজেলা বিএনপি সভাপতি ইন্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। বিক্ষোভ সমাবেশে আরও উপস্হিত ছিলেন বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ জিল্লুর রহমান, পৌর বিএনপির সভাপতি এডঃ সফিকুল ইসলাম, জেলা বিএনপি সহ সভাপতি এডঃ গোলাম সারওয়ার খোকন, দপ্তর সম্পাদক এ,বিএম মমিনুল হক, আবু শামীম মোঃ আরিফ, মাইনুল হোসেন চপল, মোঃ আজিম, জসিম উদ্দিন রিপন, যুবদলের আহ্বায়ক মোঃ মনির হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি শামীম মোল্লা প্রমুখ। |