Main Menu

রেললাইনে আগুন

+100%-

প্রতিবেদক : ১৮ দলের ডাকা ৬০ ঘন্টা হরতালের প্রথম দিনে ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে আগুন দিয়েছে পিকেটাররা। সকাল ১০ টার দিকে শহরের কলেজপাড়া সংলগ্ন রেললাইনে পিকেটাররা আগুন দেয়। তবে পুলিশ আগুন নিভিয়ে ফেলায় রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি।
এদিকে শহরে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হচ্ছে। হরতালের প্রথম প্রহরে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শহরের বিভিন্ন সড়কে হরতালের সমর্থনে খন্ড খন্ড মিছিল করে। শহরে কোন ধরনের যানবাহন চলাচল করছে না।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, হরতালের আগে ও পরে জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপির ২ কর্মীকে আটক করেছে পুলিশ।






Shares