Main Menu

শহরে রোমিওদের উৎপাত, আতংকে অভিভাবকরা

+100%-


শামীম উন বাছির: শহরে রোমিওদের উৎপাত বেড়েছে। রোমিওদের কারণে স্কুল কলেজের ছাত্রীরা স্কুল কলেজে আসা–যাওয়া করতে বিব্রতবোধ করে। লোক লজ্জার ভয়ে অভিভাবকরাও আইনের আশ্রয় নেয়না। জানা গেছে, প্রতিদিন স্কুল কলেজে ক্লাশ শুরু ও ছুটির সময় শহরের বেশ কিছু স্পট, স্কুল কলেজের সামনে দল বেঁধে দাঁড়িয়ে থাকে রোমিওরা। তারা সুযোগ পেলেই স্কুল কলেজগামী ছাত্রীদেরকে উত্যুক্ত করে। রোমিওদের ভয়ে ছাত্রীরা কিছু বলতে সাহস পায়না। আবার অভিভাবকরাও লোক- লজ্জার ভয় এবং অজানা শংকায় রোমিওদের কিছু বলতে সাহস পায়না। শুধু নির্দিষ্ট স্পটেই নয় অনেক সময় রোমিওরা ছাত্রীদের পিছু পিছু তাদের বাড়ি পর্যন্ত যায়। বাড়ির সামনে ঘুর ঘুর করে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক বলেন, মেয়েকে কলেজে পাঠিয়ে বাড়ি ফেরা না পর্যন্ত টেনশনে থাকি। ভুক্তভোগীরা রোমিওদের বিরুদ্ধে পুলিশী অভিযান পরিচালনার দাবি জানান।






Shares