এডঃ মাহবুবুল আলম খোকনের ইফতার আয়োজন
![+](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/plus.png)
![100%](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/100.png)
![-](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/minus.png)
প্রতিবেদক : জেলা যুবলীগের সভাপতি এডভোকেট মাহবুবুল আলম খোকেনর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার তার মধ্যপাড়াস্থ বাসভবনে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, ব্রাহ্মণবাড়িয়া সদর- ৩ আসনের সংসদ সদস্য যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি,
জেলা পরিষদ প্রশাসক, এডঃ সৈয়দ এ.কে.এম.এমদাদুল বারী, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজর অবঃ জহিরুল হক খান বীরপ্রতীক, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবুল, শহর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ মুসলিম মিয়া, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস। এছাড়াও বিশিষ্ট ব্যাক্তিবর্গ এ ইফতার মাহফিলে যোগ দেন। |