শত চেষ্টায় ও শহরকে যানজটমুক্ত করতে ব্যর্থ পুলিশ প্রশাসন
![+](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/plus.png)
![100%](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/100.png)
![-](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/minus.png)
প্রতিবেদক : অনেক ঢাল-ঢোল পেটানো সত্ত্বেও ব্রাহ্মণবাড়িয়া শহরকে যানজটমুক্ত করতে ব্যর্থ হচ্ছে পুলিশ প্রশাসন। ট্রাফিক আইন না মানা এবং একশ্রেণীর অসাধু ট্রাফিক পুলিশের কারনে বারবার হোঁচট খাচ্ছে পুলিশ সুপারের উদ্যোগ। সর্বশেষ পুলিশ সুপার রমজান মাসে শহরকে যানজটমুক্ত করার ঘোষনা দিলেও কাজের কাজ কিছুই হচ্ছেনা। ব্রাহ্মণবাড়িয়া ছোট্ট শহর হলেও জনসংখ্যার চাপ প্রকট। বিশেষ করে রমজান, ঈদ এবং পূজায় শহরে ব্যাপক লোকের সমাগম ঘটে। জেলার বিভিন্ন উপজেলা থেকে লোকজন কেনাকাটার জন্য এখানে আসে। ফলে বাড়তি চাপ সৃষ্টি হয়। বিষয়টি মাথায় রেখে রমজান শুরুর পূর্বে জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিয়ময় করে শহরকে যানজট মুক্ত রাখার পরিকল্পনা নেয়া হয়। সেই আলোকে সিএনজি চালিত অটোরিক্সা, ইজি বাইক এবং অটো টেম্পুর ভ্রাম্যমান ষ্ট্যান্ড শহরের বিভিন্ন স্হানে নির্ধারণ করা হয়। একই সাথে সকাল ৬টা হতে বিকেল ৫টা পর্যন্ত শহরে ট্রাক প্রবেশে কড়াকড়ি আরোপ এবং শহরের গুরুত্বপূর্ন সড়কগুলোর দু’পাশে এবং ফুটপাতে অবৈধ পার্কি ও ভাসমান ক্ষুদ্র দোকানীদের বসতে না দেয়ার সিদ্ধান্ত হয়। পরিকল্পনার আলোকে ট্রাফিক বিভাগ কাজ করবে বলে পুলিশ সুপার সাংবাদিকদের নিশ্চিত করেন। রমজানের প্রথম দিকে রাস্তার উপর থেকে ভাসমান ক্ষুদ্র দোকানীদের সরিয়ে দিতে বিশেষ অভিযান চালানো হয়। এর পরের দিনই শহরের গুরুত্বপূর্ন সবগুলো রাস্তার দু’পাশে অসংখ্য রিক্সা, ইজিবাইক অবৈধ পার্কিং করতে দেখা গেছে। সাধারন মানুষের অভিযোগ, প্রতিদিন বে আইনি ভাবে ইজি বাইকগুলো শহরের গুরুত্বপূর্ন সড়কগুলোতে অবৈধভাবে পার্কিং করে রাখলেও ট্রাফিক পুলিশ কিম্বা অন্য কোন আইন প্রয়োগকারী সংস্থা তাদের বিরুদ্ধে কখনো কোন ব্যবস্থা নেয় না। |