দ্রব্যমূল্য স্থিতিশীল রেখে পলিথিন ও ফরমালিনযুক্ত দ্রব্য বর্জন করুন .. অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নাজমা বেগম বলেছেন, পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে হবে। যদি কোন মুনাফালোভী বেশী লাভের আশায় জিনিসের দাম বাড়িয়ে দেয় তাহলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি সকল ব্যবসায়ীদেরকে নিষিদ্ধ পলিথিন বর্জনের জন্যও আহবান জানান। তিনি বলেন, বর্তমান সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। যার ফলে এমাসে জিনিসপত্রের মূল্য স্থিতিশীল রয়েছে। বুধবার ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রি ভবনে চেম্বার সভাপতি ইলিয়াছ খানের সভাপতিত্বে বাজার মনিটরিং কমিটির সভায় একথা বলেন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রেসকাব সভাপতি সৈয়দ মিজানুর রেজা চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আশরাফুল আলম মাহফুজ, সহ-সভাপতি তানজিল আহমেদ, পরিচালক আলহাজ্ব আজিজুল হক, হাজী মো. শাহ্জাহান, মিজানুর রহমান, কাজী জাহাঙ্গীর আলম, আবুল ফয়েজ, সুব্রত পাল, মাসুদুর রহমান, রফিকুল হক দুলাল প্রমুখ। পরে এডিএম নাজমা বেগম ব্যবসায়ী নেতাদের নিয়ে বাজার পরিদর্শন করেন। এবং ব্যবসায়ীদের সাথে কথা বলেন। নাজমা বেগম আরো বলেন, বাজার মনিটরিং কমিটির তৎপরতা অব্যাহত থাকবে। তিনি ব্যবসায়ীদেরকে ফরমালিনযুক্ত কোন দ্রব্য সামগ্রী বিক্রয় না করার জন্যও অনুরোধ জানান। |