Main Menu

খুটি ভেঙ্গে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় বিদ্যুৎ বিপর্যয়

+100%-


প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পাইকপাড়া টেংকের পাড়, মেড্ডাসহ বিস্তীর্ণ এলাকা জুড়ে দুপুর ১টা থেকে বিদ্যুৎ বিহীন অবস্থা বিরাজ করছে।
ঘটনার অনুসন্ধানে জানা যায়, সেড্ডা কোকিল টেক্সটাইল মিলের নিকটে দ্রুতগ্রামী একটি ট্রাক বৈদ্যুতিক খুটিকে ধাক্কা দিয়ে ভেঙ্গে ফেলে । এতে বিদ্যুৎ বিপর্যয়ের সৃষ্ঠি হয় । বিদ্যুৎতের অভাবে এ সব এলাকার মসজিদ গুলোতে জুম্মার নামাজের সময় প্রচন্ড অস্বস্তিকর গরমে মুসুল্লীরা অভিষ্ঠ হয়ে পড়ে। বর্তমানে এ রিপোর্ট লেখা পর্যন্ত বিদ্যুৎ আসে নাই। ঘটনা সম্পর্কে  চঙই নির্বাহী প্রকোশলী জানান, দূর্ঘটনার খবর আমরা অনেক পরে পাই। শুক্রবার হওয়াতে মেরামত কারী দলের সাথে যোগাযোগ করতে বিলম্ব হয়। মেরামতকারীদের পাওয়া মাত্রই মেড্ডায় পাঠানো হবে। তবে বিদ্যুৎ আসতে আরও ঘন্টা দুয়েক দেরী হতে পারে বলে তিনি জানান।






Shares