প্রতিবেদক : ‘দেশের চাকা রাখতে সচল মূসক দিব আমরা সকল, পরনির্ভরতার দিন শেষ মূসক দিয়ে গড়ব দেশ, দূর হোক মূসক ভীতি সমৃদ্ধ হোক অর্থনীতি, আর নয় বাজেট ঘাটতি মূসকেই অর্থনীতিক মুক্তি’ এই স্লোগান নিয়ে বুধবার ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে জাতীয় মূসক দিবস ও জাতীয় মূসক সপ্তাহ। সকালে কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট বিভাগ ব্রাহ্মণবাড়িয়ার উদ্যেগে বর্ণাঢ্য র্যালি স্থানীয় ট্যাঙ্কেরপাড় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদণিশেষে রেলওয়ে স্টেশনে গিয়ে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন বিভাগীয় কর্মকর্তা মো. হাফিজুল ইসলাম। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন রাজস্ব কর্মকর্তা মো. রাশিদুল হাসান, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমাস এর পরিচালক ও রেস্তোরা মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম প্রমুখ। পরে জেলা ভ্যাট বিভাগীয় দপ্তরে সংশ্লিষ্ট বিভিন্ন স্টেক হোল্ডারদের নিয়ে হয় আলোচনা সভা। এতে ব্যবসায়ী প্রতিনিধি ও স্থানীয় চেম্বার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বিভাগীয় কর্মকর্তা মো. হাফিজুল ইসলাম যথাযথভাবে মূসক পরিশোধের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি মূসক পরিশোধে ব্যবসায়ী নেতৃবৃন্দের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহবান জানান।
|