প্রতিবেদক : পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া সদর- ৩ আসনের সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, বর্তমান সরকার জনগনের ম্যান্ডেড নিয়ে মতায় দেশের উন্নয়নে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করেছে। শিক্ষা, স্বাস্থ্য, খাদ্যসহ মৌলিক চাহিদা পূরণ, ব্যবসা বাণিজ্যের প্রসার, অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন, আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, কটুনৈতিক সম্পর্কের উন্নয়নসহ দেশের সার্বিক উন্নয়নে জনকল্যাণমুখী বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করেছে। এ সমস্ত উন্নয়ন কর্মকান্ডকে ধামাচাপা দিতে, বানোয়াট ইস্যু ও মিথ্যা অপপ্রচার চালিয়ে, জনসাধারণের দৃষ্টি সরকার থেকে ফিরিয়ে দিতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। প্রধান অতিথি সকল অপপ্রচার থেকে পাশ কাটিয়ে সরকারের জনকল্যাণমুখী উন্নয়ন কর্মকান্ডের বার্তা জনসাধারণের কাছে পৌছে দিতে আওয়ামীলীগ নেতাকর্মীদের প্রতি আহবান জানান। মোকতাদির চৌধুরী এমপি গত রোববার বিকালে উত্তর পৈরতলা মরহুম কাসেম আলী চেয়ারম্যান ঈদগাহ্ ময়দানে অনুষ্ঠিত ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের কর্মসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি জননেতা মোঃ হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজর অবঃ জহিরুল হক খান বীরপ্রতীক, শহর আওয়ামীলীগ সভাপতি হাজী মোঃ মুসলিম মিয়া, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আজিজুল হক। ৬নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ হিরণ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শাহনেওয়াজ এর পরিচালনায় কর্মী সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন, হাজী মোঃ শাহজাহান মিয়া, আলাউদ্দিন আলাল, এস. এম আলম, মজিবুর রহমান, বশির আহমেদ, মোঃ ফরিদ মিয়া, গোলাম মোস্তফা, অলি আহমেদ,মস্তু মিয়া, সেলিম রিচি, মোঃ গিয়াস উদ্দিন, পুতুল, এজাজুল হক রাব্বি, ছগির হোসেন, নাঈম আহমেদ শ্রাবণ, এস.এম সামি, সাইমুম, মোঃ নাঈম, সূজন, রনি, জামিল প্রমুখ। অনুষ্ঠানে বিএনপির দুর্নীতি, সন্ত্রাস, লুটপাটের রাজনীতির প্রতি অনাস্থা জ্ঞাপন করে বুলবুল আহমেদ লাভলু ও আব্দুস সালাম এর নেতৃত্বে শতাধিক বিএনপি নেতাকর্মী প্রধান অতিথি ফুল তোড়া দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন। পরে প্রধান অতিথি দাড়িয়াপুর মরহুম কাসেম আলী চেয়ারম্যান প্রাইমারী স্কুলের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। |