Main Menu

খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে ভূমিকা রাখে- বশির উল্লাহ্ জুরু

+100%-

প্রতিবেদক : বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট- ২০১৩ এর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ফাইনাল খেলা রোববার বিকালে স্থানীয় নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বশির উল্লাহ্ জুরু। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন চাকমার সভাপতিত্বে  অনুষ্ঠিত ফাইনাল খেলায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার খাজা মোহাম্মদ আলী, সদর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বাশার, সহকারী কমিশনার ভূমি রাশেদ হোসেন চৌধুরী, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা বেগম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ আব্দুর রবসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও শিক্ষক শিক্ষিকাবৃন্দ। সভাটি পরিচালনা করেন মোঃ দেওয়ান হাফিজ। ফাইনাল খেলায় সার্বিকভাবে সহযোগিতা করেন বাংলাদেশ প্রাথমিক শিক সমিতি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শাখার সভাপতি মোঃ আক্তার হোসেন,  সাধারণ সম্পাদক নূর তাহছিনা পলি, আদর্শ কেজি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক মোঃ কামাল উদ্দিন, মনির হোসেন শাহ আলমগীর, মাশরুর আহমেদ খান, শাহ জালাল। উক্ত ফাইনাল খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৩ এর ছেলেদের খেলায় সুহিলপুর উত্তর সরকারী প্রাথমিক বিদ্যালয় বনাম জাংগাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত হয়। ১-০ গোলে জাংগাইল সরকারী প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়। এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট- ২০১৩ এর  মেয়েদের খেলায় গাঙ্গিহাতা সরকারী প্রাথমিক বিদ্যালয় বনাম চান্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মেয়েদের মধ্যে অনুষ্ঠিত হয়। ট্রাইবেকারের মাধ্যমে চান্দুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়। পুরস্কার বিতরণ পূর্বে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে ভূমিকা রাখে। খেলাধুলা তরুন সমাজকে মাদকাসক্তসহ অন্যান্য বিপদগামী পথ থেকে বিরত রাখে। তাই শিশুদের খেলাধুলার প্রতি আগ্রহী করতে জননেত্রী শেখ হাসিনা বিগত ৩ বৎসর পূর্বে দেশব্যাপী প্রত্যেক স্কুলে বাধ্যতামূলকভাবে এই টুর্ণামেন্টগুলোর আয়োজন করছে।  তিনি আরো বলেন, শিশুদের মধ্যে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার চেতনা জাগিয়ে তুলতে এ খেলা তাদেরকে ভবিষ্যতে সঠিক প্রজন্ম হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে বলে তিনি অভিমত প্রকাশ করেন। পরে অতিথিবৃন্দ বিজয়ী এবং বিজীত খেলোয়ারদের মাঝে ট্রপি ও ম্যাডেল বিতরণ করেন।






Shares