Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় রেলওয়ের দু’টি লেভেল ক্রসিংয়ে গেইট নির্মাণ কাজ শুরু

+100%-

প্রতিবেদক : ঢাকা-চট্রগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ায় ৪২ লাখ টাকা ব্যয়ে রেলওয়ের দু’টি লেভেল ক্রসিংয়ে গেইট নির্মানের কাজ শুরু হয়েছে। শনিবার দুপুরে পৌর এলাকার ভাদুঘর ও সদর উপজেলার চিনাইর এলাকায় এ দু’টি লেভেল ক্রসিংয়ে গেইট নির্মান কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী। এসময় আওয়ামীলীগ নেতা আবদুল হাই ডাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মেজর (অবঃ) জহিরুল হক খান বীরপ্রতিক, রেলওয়ের ঢাকা বিভাগীয় প্রকৌশলী তানভীরুল ইসলাম, পৌর কাউন্সিলর আকতার জাহান, নীলুফার ইয়াসমিন, আওয়ামীলীগ নেতা আজিজুর রহমান বাচ্চু, আবু সিদ্দিক,ফরিদ উদ্দিন দুলাল প্রমুখ।
উল্লেখ্য দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়ায় বেশ কয়েকটি লেভেল ক্রসিংয়ে গেইট না থাকায় মাঝে মধ্যে দুর্ঘটনার ঘটতো।






Shares