আদালতের নির্দেশে দুই অবৈধ ভাড়াটিয়াকে উচ্ছেদ
প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া শহরের টিএরোডের আমিন ইলেকট্রো সুপার মার্কেটে অবৈধ ভাবে দোকান দখল করে রাখা দুই দোকানীকে বুধবার(২৬ শে জুন)উচ্ছেদ করা হয়েছে। উচ্চ আদালতের নির্দেশে উচ্ছেদ অভিযান করা হয়। এই অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: খায়রুল আলম সুমন। সাব ইন্সপেক্টর রফিকুল ইসলামের নেতৃত্বে ৭ সদস্যের পুলিশ দল অংশ নেয় উচ্ছেদ অভিযানে । এসময় আরো উপস্থিত ছিলেন নাজির মো:শাহজাহান মিয়া। জানা গেছে, আমিন ইলেকট্রো সুপার মার্কেটের ১ ও ৫ নম্বর দোকান যথাক্রমে আবু তাহের ও তার ছেলে জুবায়েদ আহমেদ মার্কেটের মালিক আমিনুল হকের কাছ থেকে ভাড়া নেয়। পরবর্তীতে তারা মালিককে ভাড়া প্রদান বন্ধ করে দেয় এবং ভাড়ার চুক্তি লঙ্গন করে দোকান দুটি অন্যদের কাছে আবার ভাড়া (সাবলেট) দেয়। এই নিয়ে মার্কেটের মালিক ২০০৭ সালে ব্রাহ্মণবাড়িয়া সদর আদালতে মামলা করেন। মামলার রায় আমিনুল হকের পক্ষে আসলে ভাড়াটিয়া আবার উচ্চ আদালতে আপীল করেন। উচ্চ আদালতের আপীল মোকদ্দমা নম্বর ১/২০১৩ ও ২/২০১৩। এর রায়ও আমিনুল হকের পক্ষে আসলে আদালতের নির্দেশে বুধবার উচ্ছেদ অভিযান সম্পন্ন হয়। উচ্ছেদ অভিযানে অবৈধ ভাড়াটিয়াদের দোকান কোটা থেকে উচ্ছেদ করা হয়। এসময় দোকান কোটার বৈদ্যুতিক সংযোগও বিচ্ছিন্ন করে দেয়া হয়। |