টর্ণেডোয় ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ
![+](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/plus.png)
![100%](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/100.png)
![-](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/minus.png)
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় ভয়াবহ টর্ণেডোয় ক্ষতিগ্রস্থদের মাঝে মঙ্গলবার আর্থিক সহায়তা প্রদান করেছে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অব নর্থ আমেরিকা (ইনক)। দুপুরে সদর উপজেলার উরশিউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ এবং জারুইলতলা রেল সংলগ্ন এলাকায় ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অব নর্থ আমেরিকা সংগঠনের উপদেষ্টা আইয়ুব চৌধুরী হারুন এবং নির্বাহী সদস্য আমানুল হক সেন্টু ৬০ টি দুঃস্থ পরিবারের মাঝে নগদ ৫ হাজার টাকা করে প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন নাটাব এর জেলা সেক্রেটারী আলী আগজার বশির, বিশিষ্ট ঠিকাদার জায়েদুল ইসলাম ফারুক, জেলা ক্রীড়া সংস্থার কমিটির নির্বাহী সদস্য মিজানুর রহমান প্রমুখ। |
« ভ্রাম্যমান আদালতের অভিযান, দুই বেকারীকে ২০ হাজার টাকা জরিমানা (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) ফুটবল খেলাকে কেন্দ্র করে, আশুগঞ্জে দু’দল গ্রামবাসীর সংর্ঘষে আহত-৩০॥ রাবার বুলেট নিক্ষেপ »