Main Menu

ফুটবল খেলাকে কেন্দ্র করে, আশুগঞ্জে দু’দল গ্রামবাসীর সংর্ঘষে আহত-৩০॥ রাবার বুলেট নিক্ষেপ

+100%-

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে মহিলাসহ উভয়পক্ষের ৩০জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাতে উপজেলার যাত্রাপুর গ্রামে। ১৮ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, ফুটবল খেলা নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় যাত্রাপুর গ্রামের আলাল শাহ’বাড়ি ও মাখর বাড়ির ছেলেদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে রাত সাড়ে ৭টার দিকে দুই বাড়ির লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দেড় ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের মহিলাসহ ৩০ জন লোক আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ব্যাপক লাঠিচার্জ ও ১৮ রাউন্ড রাবার বুলেট ছুড়ে সাড়ে ৯টায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
আহতদের মধ্যে বেগম-(৩০), জোবেদা খাতুন- (৩২),-কোহিনুর বেগম- (২৫), ঝর্ণা বেগম-(৩৫), মোজাম্মেল- (৩০), মামুন মিয়া-(২৮), নাজির মিয়া-(২৫), সোহেল মিয়া- (২০), গিয়াস উদ্দিন-(৫৫), ওবায়েদুল্লাহ-(১৮), জিলানী- (১৯), আনিস মিয়া-(২০), মোজাম্মেল হক-(২১), খোকন মিয়া-(২০), কাউছার মিয়া-(৩০), জাবেদ মিয়া-(২২),শফিক মিয়া-(৪০), শাহজাহান মিয়া-(৩৫), রহমত আলী-(২৫), হাবিবুর রহমান-(২৫), রমজান মিয়া-(২০),সোলায়মান মিয়া- (১৮),সাত্তার মিয়া-(২১) ও করিমশাহ- (১৮)-কে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন কিনিকে চিকিৎসা দেওয়া হয়।
এ ব্যাপারে আশুগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোবারক হোসেন বলেন, আমরা উভয় পক্ষের সাথে আলাপ করে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।
এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ফারুক বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে। ১৮ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করা হয়েছে। এ ঘটনায় কোন পক্ষ মামলা দায়ের করেনি।






Shares