টাঙ্গাইল থেকে অপহৃত ব্যবসায়ী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার ॥ ২ অপহরনকারী গ্রেফতার
প্রতিবেদক : অপহৃত হওয়ার ১৭ দিন পর ব্রাহ্মণবাড়িয়া থেকে টাঙ্গাইলের এক ব্যবসায়ীকে উদ্ধার করেছে র্যাব-৯। এসময় অপহরন চক্রের ২ সদস্যকেও আটক করা হয়। র্যাব-৯ ভৈরব ক্যাম্পের এএসপি মোঃ গোলাম রুহুল কুদ্দুস জানান, গত ২৪ মে টাঙ্গাইল পৌরসভার পুরাতন বাসষ্ট্যান্ড এলাকার মোঃ আক্তার হোসেনের ছেলে ব্যবসায়ী মোঃ আবু আহম্মেদ (৩০)কে আব্দুস সালামের পরিকল্পনা অনুযায়ী টাঙ্গাইলের হাসিসহ কয়েকজন তাকে অপহরন করে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসে। পরে তাকে শহরের সরকারপাড়া আব্দুস সালামের ভাড়াটিয়া বাসায় আটকে রেখে তার পরিবারের কাছে ৩ লাখ টাকা মুক্তিপন দাবি করে। এ ব্যাপারে ৪ জুন র্যাব-৯ কে অবহিত করা হলে র্যাবের সদস্যরা তাকে উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। পরবর্তীতে গত সোমবার গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ার সরকার পাড়ার সবুজ মিয়ার বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। এসময় অপহরনকারী চক্রের প্রধান আব্দুস সালাম (৩২) ও তার স্ত্রী আছমা বেগম (২৫) আটক করে। পরে তাদের টাঙ্গাইল মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। |