Main Menu

হেফাজত ইসলামের মহাসমাবেশে বিএনপি দিয়েছে খাবার, জাতীয় পার্টি খাবার পানি দিয়ে মিটিয়েছে তৃষ্ণা

+100%-
শামীম উন বাছির : শুক্রবার সকাল থেকেই ব্রাহ্মণবাড়িয়া হেফাজত ইসলামের মহাসমাবেশে আগত নেতাকর্মীদের কলা, পাউরুটি, আপেল, গাঁজর, শশা, কেক, শুকনো খাবার, পানি, ওষুধ ও স্যালাইন সরবরাহ করছে প্রধান বিরোধী দল বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
মহাসমাবেশের প্রবেশমুখসহ অন্তত ৫টি টি স্থানে খাবার, ওষুধ ও পানি সরবরাহ করেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ প্রসঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র দলের সভাপতি শামীম মোল্লা  বলেন,আমাদের নেতা খালেদ হোসেন মাহবুব শ্যমলের নির্দেশ মোতাবেক ‘সম্পূর্ণ মানবিক কারণে মুসাফিরদের খাবার বিতরণ করছি। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই।’
জেলা প্রধান ডাক ঘরের সামনে গাঁজর, শশা, কেক, শুকনো খাবার, পানি, ওষুধ ও স্যালাইন বিতরন করেন ছাত্রদলের সভাপতি শামীম মোল্লা, সেচ্ছাসেবক দলের নেতা মইনুল ইসলাম, ছাত্রদল নেতা ডিকন, রাশেদ, জসিম, আশিক, ফুজায়েল প্রমুখ।
এদিকে এদিকে হেফাজতে ইসলামের মহাসমাবেশে অংশগ্রহণকারী ‘তৌহিদি জনতার’ তৃষ্ণা মেটানোর জন্য খাবার পানি সরবরাহ করছে জাতীয় পার্টি। জেলা পার্টির সহ-সভাপতি আবদুল ওয়াহাবের সরাসরি তত্বাবধনে  জাতীয় পার্টির নেতা-কর্মীরা পানি পান করান।






Shares