Main Menu

৬ এপ্রিলের লংমার্চ সফল করার লক্ষে হেফাজতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

+100%-


মনিরুজ্জামান পলাশ :  বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের  ৬এপ্রিল লংমার্চ সফলের আহবান জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় কয়েক হাজার তৌহিদী জনতার  মিছিল সমাবেশ হয়েছে।


ব্রাহ্মণবাড়িয়ার কান্দিপাড়ার জামেয়া ইউনুসিয়া মাদ্রাসা থেকে বিশাল মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি করে। পরে স্থানীয় টি এ রোডে তোফায়েল আজম মনুমেন্ট এ  সমাবেশ হয় । এতে মুফতি আবদুর রহিম কাসেমীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মাও আব্দুল হক, মুফতি এনামুল হাসান, মাওলানা জিয়াউদ্দিন, মাওলানা আবু বক্কর, মাওলানা হোসাইন আহমেদ ,মাওলানা মাসুদ সহ অন্যান্যরা।  
বক্তারা নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে সর্বোচ্চ  শাস্তি ফাঁসীর আইন প্রণয়ণ সহ নাস্তিক ব্লগার ও ইসলাম বিরোদীদের অপতৎপরতা বন্ধের দাবীতে ৬এপ্রিল লংমার্চ সর্ব্বাত্মক সফলের জন্য ধর্মপ্রান মুসলামনাদের প্রতি আহবান জানান।






Shares