Main Menu

৪দিনব্যাপী আর এ কে সিরামিকস ২২তম বার্ষিক শিশু চিত্রকলা ও সাংস্কৃতিক উৎসব শুরু

+100%-

প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় ৪দিনব্যাপী  আর এ কে সিরামিকস ২২তম বার্ষিক শিশু চিত্রকলা  প্রদর্শনী ও সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে। স্থানীয় শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরে  মঙ্গলবার বিকেলে এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী উকিল আবদুস সাত্তার ভূইয়া। জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার গবেষক মুহম্মদ মুসা, প্রেস কাবের সহ-সভাপতি আল-আমীন শাহীন, সাংবাদিক জাবেদ রহিম বিজন ও ইব্রাহিম খান সাদাত। স্বাগত বক্তব্য রাখেন শিশু নাট্যমের সাধারন সম্পাদক নিয়াজ মোঃ খান বিটু। চিত্রকলা প্রদর্শণীতে ছোট শিশুদের আঁকা সাড়ে সাতশত ছবি স্থান পায়। আলোচনা সভা শেষে জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন স্মৃতি চিত্রাংকন প্রতিযোগীতার পুরষ্কার বিতরন করা হয়। ৪দিনব্যাপী উৎসবের সমাপনী দিনে দেওয়া হবে গুনীজন সংবর্ধনা ও পুরষ্কার। এবার সংবর্ধিত হবেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ূন কবীর, দৈনিক মানবজমিনের নির্বাহী সম্পাদক শামীমুল হক, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান বার্তা সম্পাদক মাশুক চৌধুরী, সময় টিভির পরিচালক ও বার্তা প্রধান তুষার আব্দুল্লাহ ও কসবা উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা রুহুল আমিন ভূইয়া বকুল।


Shares