Main Menu

টর্নেডো ক্ষতিগ্রস্থদের মাঝে বনভোজনের টাকা বিতরণ

+100%-


মনিরুজ্জামান পলাশ : টর্নেডো ক্ষতিগ্রস্থদের মাঝে নিজেদের বনভোজনের জন্য বরাদ্ধ দেয়া অর্থ ও তাদের একদিনের বেতন সর্বমোট ৫ লাখ ২৫ হাজার টাকা বিতরণ করেছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানী অফিসার্স্ ওয়েল ফেয়ার এসোসিয়েশন। গত মঙ্গল,বুধ ও বৃহস্পতিবার যথাক্রমে টর্নেডোয় ক্ষতিগ্রস্থ এলাকায় তারা এসব অর্থ বতরণ করেন।


মঙ্গলবার রামরাইল ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে একজন নিহতের পরিবার সহ মোট ৩০ টি পরিবারের মাঝে ১০ হাজার করে নগদ অর্থ সহায়তা দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, সাংসদ র,আ,ম উবাইদুল মোক্তাদির চৌধুরী, বিজিএফসিএল এর এমডি সফিকুর রহমান,অফিসার্স্ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি প্রঃ মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক প্রঃ আলী মোর্তজা এবং অন্যান্নরা।


গত বুধবার বাসুদেব,পাতির হাতা এলাকায় এবং বৃহস্পতিবার অন্নান্য এলাকার হত দরিদ্রদের মাঝে এ সহায়তা দেয়া হয়।


Shares