Main Menu

নাস্তিক মুরতাদ ব্লগারদের ফাঁসির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল

+100%-

সুমন নূর :মহান আল্লাহ ও রাসুল (সা.) এবং ইসলাম সম্পর্কে ঔদ্ধত্যপূর্ণ কটূক্তিকারী ব্লগারদের শাস্তি এবং ইসলামবিরোধী ষড়যন্ত্র বন্ধের দাবিতে দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বাদ জুমা শহরের প্রায় সবগুললো মসজিদ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।মিছিলের পর  বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এখানে বিভিন্ন মসজিদের ইমামগন বলেন, প্রিয় নবীজির শানে যারা বেয়াদবি করেছে তারা এবং তাদের সহযোগীদের সঙ্গে কোনো আলোচনা হতে পারে না। কারণ, তাদের এতদিনকার কর্মকাণ্ড এবং আল্লাহ ও রাসূল অবমাননার বিষয়গুলো দিবালোকের মতো পরিষ্কার ও প্রমাণিত। সুতরাং তারা প্রকাশ্যে তওবা করে এবং জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার কারণে তাদের ফাসি দিতে হবে।একইসঙ্গে ইসলামের প্রকাশ্য দুশমনদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবি জানানো হয়।
সভায়  নেতারা স্পষ্টভাবে জানিয়ে দেন,১৮ দলীয় জোট বা জামায়াত-শিবিরের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। কিন্তু ধর্মপ্রাণ মুসলমানদের জান-মাল, ইজ্জত-আব্রু রক্ষায় তারা  ইনসাফ ও মানবতার পক্ষে কথা বলতে বাধ্য। নেতারা স্পষ্টভাবে জানিয়ে দেন,১৮ দলীয় জোট বা জামায়াত-শিবিরের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। কিন্তু ধর্মপ্রাণ মুসলমানদের জান-মাল, ইজ্জত-আব্রু রক্ষায় তারা  ইনসাফ ও মানবতার পক্ষে কথা বলতে বাধ্য।
শহরের বিভিন্ন মসজিদ থেকে আসা হাজার হাজার মুসল্লী এই বিক্ষোভ মিছিল ও সমাবেশকে


Shares