Main Menu

বঙ্গবন্ধুর জন্মদিবস ও শিশু দিবস পালনে প্রশাসনের ব্যাপক কর্মসূচী

+100%-


প্রতিবেদক : আগামী ১৭ মার্চ স্বাধীন বাংলাদেশের স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৩তম জন্মদিবস ও শিশু দিবস। অসাম্প্রদায়িক চেতনা ও প্রজ্ঞার মানস পুরুষ স্বাধীন বাংলাদেশের মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালী জাতির হৃদয় আকাশে এক উজ্জ্বল নক্ষত্র। জাতির এই সূর্যসন্তান, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী ও অবিসংবাদিত নেতার ৯৩তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় ও উৎসব মুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ব্যাপক অনুষ্ঠান মালার আয়োজন করেছে জেলা প্রশাসন।

কর্মসূচীর মধ্যে রয়েছে ১৭ মার্চ সকাল সাড়ে ৮টায় শিশু সমাবেশ, র‌্যালি ও পুষ্পস্তবক অর্পন। লোকনাথ উদ্যোনে (টেংকের পাড়) সমবেত হয়ে এক র‌্যালি বের হয়ে র‌্যালিটি জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন মুক্তমঞ্চে এসে শেষ হবে। সকাল সাড়ে ৯টায় বা সুবিধাজনক সময়ে জেলা পরিষদ ভবনে বঙ্গবন্ধুর জীবন ও আদর্শের সাথে প্রাসঙ্গিক চিত্রাংকন প্রতিযোগিতা “ক” গ্রুপ শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী, “খ” গ্রুপে ৬ষ্ঠ শ্রেণী থেকে ১০ শ্রেণী ও “গ” গ্রুপে শুধুমাত্র প্রতিবন্ধী শিশুদের জন্য। সকাল ১০ টায় ও সুবিধাজনক সময়ে একই স্থানে বঙ্গবন্ধুর জীবন ও আদর্শের সাথে প্রাসঙ্গিক রচনা প্রতিযোগিতা। “ক” গ্রুপে ৪র্থ শ্রেণী থেকে ৭ম শ্রেণী। বিষয়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী, “খ” গ্রুপে ৮ম শ্রেণী থেকে ১০ শ্রেণী। বিষয়ক মহান স্বাধীনতা ও বঙ্গবন্ধুর বাংলাদেশ। সকাল সাড়ে ১০ টায় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিরতণী। সুবিধা জনক সময়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনী, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিষয়ে আলোচনা সভা। আনন্দঘন পরিবেশে দিবসের সকল অনুষ্ঠানে সর্বসাধারণের উপসি’তি কামনা করেছেন জেলা প্রশাসক নুর মোহাম্মদ মজুমদার।


Shares