Main Menu

জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পুজা পরিষদের মানববন্ধন

+100%-

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিসদের যৌথ উদ্যোগে বুধবার বিকালে প্রেসকাবের সামনে মানববন্ধন অনুষ্টিত হয়। জেলা পূজা পরিষরে সভাপতি সুভাষ চন্দ্র পালের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঐক্য পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য এডঃ মিন্টু ভৌমিক,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলীপ নাগ, সাংগঠনিক সম্পাদক প্রদ্যৎ নাগ, পূজা পরিষদের সাধারণ সম্পাদক পরিমল ায়, সাংবাদিক দীপক চৌধুরী  , নাগরিক কমিটির সভাপতি এডঃ আঃ সামাদ, চেম্বার অব  কর্মাস এর সাবেক পরিচালক প্রাণতোষ পাল, ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি জয়দুল হোসেন, ওয়ার্কাস পাটির সম্পাদক কাজী মাসুদ আহম্মদ, সিপিবির সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক রতন কান্তি দত্ত, এডঃ আদেশ চন্দ্র দেব, প্রবীর চৌধুরী রিপন, বিষ্ণু পদদেব, আবু হোরায়ারাহ, প্রদীপ চক্রবর্তী, অশোক রায় চৌধুরী, রতন লাল দেব, উমা পাল, আসমা খানম, নিশিত বর্ধন রায়, তপন চৌধুরী, রাজীব দেবনাথ প্রমুখ।

 

সভায় বক্তাগণ বলেন সারা দেশে সংখ্যলঘু সম্প্রদায়ের বাড়ীঘর, মন্দির গির্জা, বৌদ্ধ বিহারসহ উপাসানিলয় গুলোতে হামলা ও ভাংচুর এবং অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে  সরকার কর্তৃক সহায় সম্ভলহীনদের ও মন্দির গুলো পুনঃ প্রতিষ্ঠার আহবান জানান এবং দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করেন। প্রেস বিজ্ঞপ্তি


Shares