Main Menu

গ্যাস ফিল্ডের সিবিএ নেতাকে মারধরের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ, আল্টিমেটাম

+100%-

শামীম উন বাছির ঃ ব্রাহ্মণবাড়িয়া গ্যাস ফিল্ডের প্রধান কার্যালয়ের সাবেক সিবিএ নেতা নুর আলমকে মারধর করায় বিােভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। গত বৃহষ্পতিবার সকালে তিতাস গ্যাস ফিল্ডের ১ নং লোকেশনের কর্মকর্তা-কর্মচারীরা বিােভ মিছিল বের করে। বিােভ মিছিলটি লোকেশনের অভ্যন্তরের সড়ক প্রদণি শেষে গোলচত্বরে প্রতিবাদ সমাবেশ করে। পরে সকাল সাড়ে ১১টায় শহরের বিরাসারস্থ  গ্যাস ফিল্ডের প্রধান কার্যালয়ের কয়েক শতাধিক কর্মকর্তা-কর্মচারি একত্রিত হয়ে বিােভ প্রদর্শন করে। পরে প্রতিবাদ সমাবেশে সিবিএ’র সাবেক সভাপতি এসএম তৌফিক বেলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিবিএ’র সভাপতি মোঃ শাহআলম, সিনিয়র সহ সভাপতি হুমায়ুন কবীর কালু, সহ সাধারন সম্পাদক আনিসুর রহমান সাঈদ, সাংস্কৃতিক সম্পাদক কাজী আব্দুল্লাহ আল মামুন, কাজী জয়নাল, আতাউর রহমান, কাজী আফতাব মিয়া, মোঃ রাশেদুল রেজা তসলিম, কাজী জয়নাল প্রমুখ। বক্তারা অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। অন্যথায় আগামী রবিবার থেকে কাল ব্যাজ ধারন, গ্যাস সরবাহ বন্ধ, মহাসড়কে বিােভসহ কঠোর কর্মসূচীর দেয়ার হুমকি দেন। উলেখ্য, গত বুধবার বিকেলে শহরের বিরাসারস্থ বাংলাদেশ গ্যাস ফিল্ডের প্রধান কার্যালয়ের সামনে সাবেক সিবিএ নেতা নুর আলমকে ১০/১২জন চাকুরী প্রত্যাশিত অতর্কিত হামলা চালালে তিনি গুরুতর আহত হয়। এ ঘটনায় রাতে সদর থানায় মামলা হয়েছে।






Shares