Main Menu

নিয়ম নীতি না মেনে জেলা সদরে বহুতল ভবন নির্মাণ হচ্ছে

+100%-

ব্রাহ্মানবাড়ীয়া  জেলা শহরে বহুতল ভবন নির্মাণের ধুম পড়েছে। সারা বাংলাদেশে অর্থনৈতিক অবস্থা নাজুক হলেও ব্রাহ্মানবাড়ীয়া জেলা সদরে বহুতল ভবন নির্মাণ হচ্ছে।এসব বহুতল নির্মাণে কোণ নিয়ম কানুন মানা হচ্ছে না, রাস্তার  পাশে নির্মাণ সামগ্রী রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। বহুতল নির্মাণের প্রথম  এবং প্রধান শর্ত হল ভবনের সামনে পর্যাপ্ত পরিমাণ খালি জায়গা রাখতে হবে।বিল্ডিং কোড এবং ফায়ার সার্ভিসের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। কিন্তু এক্ষেত্রে আইন সম্পর্কে  জানা না থাকায় কেউ এগুলো মানছে না,বা সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও এই আইনগুলো সম্পর্কে কোন গণসচেতনতা মূলক প্রচার কার্যক্রম ও চালাচ্ছে না।গত ২৫শে এপ্রিল ব্রাহ্মানবাড়ীয়া শহরের উপর দিয়ে বয়ে গেছে প্রচণ্ড কালবৈশাখী  ঝড়।এতে উন্মোচিত  হয়ে গেছে বহুতল ভবন গুলোর নিরাপতার কাজ। ব্রাহ্মানবাড়ীয়া  জেলা সদরের হালদার পাড়ায় নির্মিত হচ্ছে এক প্রবাসী ব্যক্তির নামে বহুতল ভবন।বিল্ডিংটি ইতিমধ্যে ১১তলা ছাড়িয়ে গেছে,বিল্ডংটি নিরাপ্ততার জন্য কোন ব্যাবস্থা নেওয়া হয় নাই।উপর থেকে নির্মাণ সামগ্রী যেমন রড,শীট,টিন, বাঁশ, ইট উপর থেকে পড়ে পার্শ্ববর্তী  বাড়ীগুলোর ক্ষতিগ্রস্থ হয়েছে।বিল্ডিং তৈরির সামগ্রী আশেপাশের বাড়ীগুলোর উপর  পড়াতে  বিকট শব্দে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। প্রতিবেশীরা স্থানীয় বাসিন্ধারা এধরনের বহুতল ভবন নির্মাণে আইনের  অনুমোদন আছে কিনা সেটি যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেছে।



« (পূর্বের সংবাদ)



Shares