Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় ৪৭ বিএনপি নেতাকর্মীসহ ৭৭ জনের বিরুদ্ধে মামলা

+100%-
আবুল হাসনাত মোঃ রাফি ॥ গতকাল বৃহষ্পতিবার বিকেলে ছাত্রদলের মিছিলে পুলিশের হামলা ও পরবর্তীতে ভাংচুরের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় ৪৭ বিএনপি নেতাকর্মীসহ ৭৭ জনের বিরুদ্ধে রাতে সদর থানা পুলিশ মামলা দায়ের করে। সদর থানা পুলিশের এসআই চন্দন কুমার চক্রবর্তী বাদী হয়ে এ মামলা করেন।  মামলা নং ৮৭, তারিখ : ১৯.০৪.২০১২ মামলার প্রধান আসামী করা হয়েছে জেলা যুবদলের আহবায়ক মনির হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, বিএনপি নেতা জসীম উদ্দিন রিপন ও মোহনকে। তাদের বিরুদ্ধে বিষ্ফোরক ও হাঙ্গামা-ভাংচুরের অভিযোগ আনা হয়।
উল্লেখ্য, গতকাল বৃহষ্পতিবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচী অংশ হিসেবে জেলা বিএনপি ও এর অংগ সংগঠন গুলো বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াছ আলী নিখোঁজের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় শহরে মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশ শুরু করে। সমাবেশ চলাকালে কেন্দ্রীয় বিএনপি’র নেতাদের উপর হামলার খবর আসলে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক টিএ রোডের ফকিরাপুলের উপর উঠলে পিছন থেকে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। তখন পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিক্ষুব্ধ নেতাকর্মীরা একটি ট্রাক সহ পাঁচটি যানবাহন ও বেশ কয়েকটি দোকানপাট ভাংচুর করে। এ সময় টিএ রোড এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।






Shares