ব্রাহ্মণবাড়িয়াবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন এডভোকেট হুমায়ন কবীর



![]() হুমায়ন কবীর তাঁর বাণীতে বলেন, বছর ঘুরে বাংলা নববর্ষ বাঙালির জীবনে সমাগত এক অফুরন্ত সম্ভাবনা নিয়ে। এটি চিরায়ত বাংলার বৈচিত্র্যময় ঐতিহ্যে লালিত এক অনন্য দিন। বাঙালির সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, আশা-আকাক্সক্ষা, আবেগ-অনুভূতি বিমূর্ত হয়ে ওঠে এদিনে। তিনি বলেন, এদিন পুরনোকে পেছনে ফেলে নব উদ্যামে নতুনকে বরণ করে নেয় গোটা বাঙালি সমাজ। মেতে ওঠে অনাবিল আনন্দে। আমাদের পারিবারিক ও সামাজিক জীবন শিল্প-সাহিত্য-সংস্কৃতি, কৃষি-ব্যবসা-বাণিজ্য ইত্যাদি আয়োজনে বাংলা মাস ও তারিখের ভূমিকা চিরন্তন। হুমায়ন কবীর সবার জন্য শুভ ও কল্যাণকর বাংলা নববর্ষ-১৪১৯ কামনা করেন। |
« নবীনগরে বড় মাছ কেনার হিরিক (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) বিজিএফসিএল নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ »