Main Menu

নবীনগরে বড় মাছ কেনার হিরিক

+100%-
এস.এ.রুবেল/ নবীনগর সংবাদদাতা: নতুন বর্ষের প্রথম দিনে সকালে ভোলাচং গিরিধারি মার্কেটের সম্মুখে মাছের হাটে বহু ক্রেতার  সমাগম লক্ষ্য করা গেছে। ভোর থেকে জমায়েত হওয়া এই হাটে দূর,দূরান্ত থেকে আগত ক্রেতাগন পছন্দ মত মাছ কিনে বাড়ি ফিরেন। মৎস্য ব্যাবসায়ীরা জানান এবার মাছের দাম বাড়তি হলেও ক্রেতার মাঝে এর প্রভাব পড়েনি। শত বছরের অধিক সময় ধরে চলে আসছে এই হাট। একদিনের এই হাটে অনেক বড় বড় মাছের ঢালা নিয়ে বসে থাকেন বিক্রেতারা। ক্রেতারা ও বড় মাছ কেনার বাসনা নিয়ে এই হাটে আসেন।


Shares