Main Menu

সুহিলপুর ইউনিয়নের কাঙ্খিত উন্নয়নের লক্ষ্যে নৌকার বিজয় এখন সময়ের দাবী:: আওয়ামীলীগের কর্মীসভায় বক্তারা

+100%-

51194ডেস্ক ২৪:: সুহিলপুর ইউনয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে সুহিলপুর ইইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আজাদ হাজারী আঙ্গুরের নৌকা মার্কার সমর্থনে এক নির্বাচনী কর্মীসভা গত শনিবার সন্ধ্যায় সুহিলপুর ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর কবির খান দুলালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী শাহারুল ইসলামের উপস্থাপনায় সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম ভূইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ মজিবুর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক এডঃ মাহবুবুল আলম খোকন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ ভূইয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রশিদ ভূইয়া। বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আজাদ হাজারী আঙ্গুর, জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক আব্দুল গফুর জজ মিয়া, জেলা যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস, জেলা যুবলীগ নেতা মোঃ শামীম, বদর উদ্দিন খন্দকার, কাজী সেলিম, কাজী মাসুদ, বকুল আহমেদ, শরিফ মিয়া, এহসানুল হক রিপন, ইকবাল মোল্লা, মাহিন খন্দকার, মোঃ ইয়াছিন, মোহাম্মদ ইদ্রিস, অলিউর রহমান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। উন্নয়নের প্রতীক নৌকা। মানুষের কাঙ্খিত উন্নয়নের লক্ষ্যে নৌকার বিজয় এখন সময়ের দাবী। নৌকা জয়ী হলেই প্রয়োজনীয় উন্নয়ন সম্ভব। বক্তারা বলেন, প্রতিটি নেতাকর্মীর উচিত আওয়ামী লীগের উন্নয়নের সত্যিকারের চিত্র জনগণের সামনে তুলে ধরা। তাহলেই তারা নৌকা মার্কায় ভোট দিবে। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কোন বিভাজন নয়। নৌকা মার্কার বিজয়ের জন্য সবাইকে নির্বাচনী মাঠে ঝাপিয়ে পড়তে হবে।






0
0Shares