সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোর চেষ্টা
ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক ভাষাকে সমৃদ্ধ করতে ’বাউনবাইরার কতা’ (ব্রাহ্মণবাড়িয়া নেটিভ ল্যাঙ্গুয়েজ) নামে ফেসবুক পেজে জোট বেঁধেছিলেন ২০১৮ জন বন্ধু। তাদের বন্ধু সংখ্যা এখন সাড়ে চার হাজার। তারা সবাই ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা এবং ফেসবুক বন্ধু।
ভার্চুয়াল গ্রুপের এই সদস্যরা নিজেদের চাঁদার টাকায় এবার তিন’শ সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদবস্ত্র, সেলামী, মেহেদী, টুপি ও সেমাই-চিনি বিতরণ করেছেন।
রোববার (০৩ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সুর সম্রাট দি আলাউদ্দিন পৌর মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দেন।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পেজ’র সমন্বয়ক সৈয়দ মঈনুদ্দিন রাজীব। বাছির দুলালের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অ্যাডভোকেট মিশু।
পূর্ব নির্ধারিত সুবিধাবঞ্চিত শিশুরা অনুষ্ঠানস্থলে এসে টোকেন অনুযায়ী তাদের উপহার বুঝে নেন।
সংগঠনের সমন্বয়ক সৈয়দ মঈনুদ্দিন রাজীব বাংলানিউজকে জানান, দুবছর আগে তারা পথ শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেছিলেন। গেল বছর ২৫০ জন দরিদ্র প্রবীনদের মাঝে ঈদ উপহার সমাগ্রী বিতরণ করেন। এরই ধারাবাহিকতায় এবার সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফুটিয়ে তুলতে তৃতীয়বারের মত তাদের এই কার্যক্রম।
এ কার্যক্রমে তাদেরকে সহায়তা করেন পেজের অন্যতম সদস্য তুনাজ্জিনা হক, শামুন হাসিন ও মনোয়ারুল ইসলাম।
অনুষ্ঠানে আগত অতিথি ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মো. মোশাররফ হোসেন ও পুলিশ সুপার মো. মিজানুর রহমান এই্ গ্রুপ কর্তৃক গৃহীত বিভিন্ন সামাজিক উদ্যোগের প্রশংসা করেন।