Main Menu

যারা ইসলাম বিরোধী ,স্বাধীনতা বিরোধী ,মানবতা বিরোধী তারাই এ ধ্বংস যজ্ঞ ঘটিয়েছে- রেল মন্ত্রী মুজিবুল হক(ভিডিও)

+100%-

Brahmanbaria rail minister  3 pic
রেল মন্ত্রী মুজিবুল হক বলেছেন যারা ধর্মের বিরোধী, ইসলাম বিরোধী ,স্বাধনিতা বিরোধী ,মানবতা বিরোধী তারাই এ ধ্বংসাত্বক কার্যকলাপ ঘটিয়েছে।নাশকতা মূলক কর্মকান্ড করেছে। যারা সরকারি এবং বেসরকারি সম্পদ ক্ষতিগ্রস্ত করেছে তারা কোনদিন গণতান্ত্রিক হতে পারেনা। তারা নৈরাজ্যে বিশ্বাস করে।

Brahmanbaria rail minister  2 pic

ব্রাহ্মণবাড়িয়া শান্তিপ্রিয় উল্লেখ করে মন্ত্রী বলেন, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে ,তদন্ত হচ্ছে । ভিডিও ফুেটজ দেখে ও তদন্তে যারাই দোষী প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। রেল ষ্টেশনের যা যা ক্ষতিগ্রস্থ করা হয়েছে রেল মন্ত্রণালয় সে সব শতভাগ ক্ষতি পূরণের ব্যবস্থা করবে। সহিংসতায় রেলওয়ের প্রায় আড়াই কোটি টাকা ক্ষতি হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ব্রাহ্মণবাড়িয়ার জনগণের ট্রেন চলাচলে সুবিধা করতে স্বল্প সময়ে সব ব্যবস্থা নিবে রেল মন্ত্রণালয়। তিনি আজ বিকেলে ব্রাহ্মণবাড়িয়া রেল ষ্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের বিফিং কালে এসব কথা বলেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন ব্রাহ্মণাবড়িয়া ৩ আসনের সাংসদ র.আ.ম ওবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি, বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক আমজাদ হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার ও মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ।

Brahmanbaria rail minister pic

এর আগে রেলমন্ত্রী ষ্টেশনের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন ও কর্মকর্তা-কর্মচারীদের কাছে খোঁজ খবর নেন।






0
0Shares