Main Menu

মেড্ডায় ফের অভিযান, ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

+100%-

ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২২ জুলাই) দুপুরে জেলা শহরের মেড্ডা বাসস্ট্যান্ড থেকে কোকিল ট্রেক্সটাইল পর্যন্ত এলাকা জুড়ে এ উচ্ছেদ অভিযান করা হয়।

উচ্ছেদ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর ইউএনও (ভারপ্রাপ্ত) মো. মোশারফ হোসেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সদর ইউএনও (ভারপ্রাপ্ত) মো. মোশারফ হোসেন জানান, দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ সরকারি জায়গা বেহাত হয়ে অবৈধ দখলদারদের জিম্মায় ছিল। চলতি বছরের এপ্রিল মাসে সরকারি জায়গাগুলো উচ্ছেদ অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা গুলো উচ্ছেদ করা হয়। কিন্তু পুনরায় কিছু অবৈধ দখলদার আবার সরকারি জায়গায় স্হাপনা তৈরি করে। এই স্থাপনাগুলো উচ্ছেদের জন্য আজ দুপুরে মেড্ডা বাসস্ট্যান্ড থেকে কোকিল ট্রেক্সটাইল পর্যন্ত রাস্তার দুই পাশে অভিযান পরিচালনা করে প্রায় ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

এসময় সদর মডেল থানা পুলিশ, ভূমি অফিসের কর্মকর্তারা, সড়ক ও জনপথ বিভাগের সার্ভেয়ার ও বাস মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিল।






Shares