Main Menu

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অভিযান: মাইক্রোবাস ভর্তি গাঁজাসহ গ্রেপ্তার ১

+100%-

ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ মাইক্রোবাস ভর্তি গাঁজাসহ মো. নজরুল ইসলাম নামে একজনকে গতকাল মঙ্গলবার সকালে দক্ষিণ পৈরতলা থেকে গ্রেপ্তার করেছে। ফেণি জেলার বালিগাঁও গ্রামের মো. শরীয়ত উল্লাহ’র ছেলে নজরুল ইসলাম বর্তমানে ঢাকার নিউ মার্কেট এলাকার ঢাকা মেডিকেল কলেজ স্টাফ কোয়ার্টারে বসবাস করেন বলে পুলিশকে জানিয়েছেন। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করে গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন।






Shares