Main Menu

সাংবাদিক সম্মেলনে পুলিশি বাধা:: ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ

+100%-

nindaব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি ও সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন জহির গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, গত ১১/০১/১৬ইং ও ১২/০১/১৬ইং ব্রাহ্মণবাড়িয়া শহরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগ ও মাদ্রাসা ছাত্রদের মধ্যে সংঘর্ষের জের ধরে মাদ্রাসা ছাত্র নিহত ও ভাংচুরের মত অনাকাঙ্খিত সংগঠিত ঘটনার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা দৃঢ়তার সাথে বলতে চাই আমাদের বিএনপি তার অঙ্গ ও সহযোগী সংগঠনের কোন নেতাকর্মী এ ঘটনার সাথে জড়িত না।

যাদের দ্বারা ঘটনার সূত্রপাত ও যারা ঘটনার সাথে সংশ্লিষ্ট তারা বিনা বাধায় সাংবাদিক সম্মেলন করতে পারলেও ঘটনার সাথে বিএনপি- তার অঙ্গ ও সহযোগী সংগঠনের কোন সংশ্লিষ্টতা না থাকলেও নির্ধারিত স্থানে পুলিশি বাধার সম্মূখীন হয়ে পাওয়ার হাউস রোডে তাৎক্ষনিক সাংবাদিক সম্মেলন করা হয়। আমরা সরকারের এই দ্বিমূখী আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে যারা ঘটনার সাথে জড়িত তাদের বিচারের আওতায় আনা হউক। অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য রাজনৈতিক প্রতিহিংসার বসবতী হয়ে কেউ যেন হয়রানির স্বীকার না হয়। প্রেস রিলিজ