শীর্ষ আলেমদের সাথে প্রশাসন ও উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সমঝোতা বৈঠক, বুধবারের হরতাল প্রত্যাহার (ভিডিও)
ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসার নেতৃবৃন্দের সাথে জেলা ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের সমঝোতা বৈঠকের পর বুধবারের হরতাল প্রত্যাহার করা হয়েছে। আজ মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জামেয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসার নেতৃবৃন্দের সাথে এ বৈঠক অনুষ্ঠিত হয়। মাদ্রাসার প্রধান দফতরে অনুষ্ঠিত বৈঠকে চট্টগ্রাম রেঞ্জের পুলিশের অতিরিক্ত ডিআইজ মাহবুবুর রহমান, জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার এম.এ. মাসুদ, ১২ বিজিবি’র কমান্ডার কর্ণেল নজরুল ইসলাম, র্যাব-১৪ সিও কর্ণেল আরিফ সুমন, জেলার শীর্ষ আলেম মাওলানা আশেকে এলাহী ইব্রাহিমী, মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মোবারক উল্লাহ, মাওলানা সাজিদুর রহমানসহ শীর্ষ ওলামারা উপস্থিত ছিলেন। সভায় নিহত মাদ্রাসার ছাত্র হাফেজ মাসুদুর রহমান’র পরিবার ও আহতদের ক্ষতিপূরন প্রদান এবং হত্যা মামলা দায়ের, মাদ্রাসা ও মসজিদে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার এবং নাসিরনগরের হযরত শাহজালাল মসজিদ ও মাদ্রাসার কমপ্লেক্স খুলে দেয়ার দাবী জানানো হয়। প্রশাসনিক কর্মকর্তারা দীর্ঘ আলোচনার পর এসব দাবী বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন। এরপর মাদ্রাসার নেতৃবৃন্দকে জানানো হয় দুই পুলিশ কর্মকর্তাকে ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জে নেয়া হয়েছে। পরে প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে মাদ্রাসার নেতৃবৃন্দ সাংবাদিকদের ব্রিফিং করে বুধবারের হরতাল প্রত্যাহারের ঘোষনা দেন।