রোহিঙ্গাদের উপর নির্যাতন, গণহত্যা বন্ধের দাবীতে ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক কমিটির মানববন্ধন
মায়ানমারে রোহিঙ্গাদের উপর নির্যাতন, গণহত্যা বন্ধ ও বাংলাদেশে আশ্রিতদের তাদের দেশ মায়ানমারে ফেরৎ নেয়ার দাবীতে মানববন্ধন করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক কমিটি। সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে জেলা নাগরিক কমিটির সভাপতি আলহাজ্ব ডাঃ মোঃ বজলুর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আল আমিন শাহীনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা নাগরিক কমিটির সাধারন সম্পাদক আলহাজ্ব এডভোকেট হাবিবুল্লাহ, সাহিত্য একাডেমীর সভাপতি কবি জয়দুল হোসন, বীর মুক্তিযোদ্ধা ওয়াছেল সিদ্দিকী, জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক রতন কান্তি দত্ত, রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী এডঃ এমদাদুল হক চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক আ. ফ. ম কাউসার এমরান, জেলা নাগরিক কমিটির নেতৃবৃন্দের মধ্যে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু হোরায়রাহ্, আলহাজ্ব ইস্কান্দার মির্জা, আলহাজ্ব সাইদুর রহমান সর্দার, হাজী আব্দুস সালাম, বিষ্ণুপদ দেব, এইচ এম এম জামান, আবু কাউসার খান, নজরুল ইসলাম শাহজাদা, অধ্যাপক জাহাঙ্গীর আলম সহ বিশিষ্ট নাগরিকরা।
এ সময় সভাপতির বক্তব্যে আলহাজ্ব ডাঃ মোঃ বজলুর রহমান বলেন, মায়ানমারে সামরিক বাহিনী ও অং সান সুচির ছায়া সরকার কর্তৃক রোহিঙ্গাদের উপর বর্বরোচিত নির্যাতন ও হত্যাযজ্ঞ নাৎসী বাহিনীকেও ছাড়িয়ে গেছে। রোহিঙ্গাদের এই দুর্দিনে তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে তাদের পাশে থাকা আমাদের দেশের প্রতিটি মুসলমানের ঈমানী দায়িত্ব। তিনি রোহিঙ্গাদেরকে বাংলাদেশে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি এ সময় বিশ্ব বিবেককে জাগ্রত করতে কুটনৈতিক সম্পর্ক আরো জোরদার করার জন্য সরকারের প্রতি আহবান জানান। পাশাপাশি রোহিঙ্গাদের উপর মিয়ানমারের সামরিক জান্তার বর্বরোচিত হামলা, নির্যাতন ও গণহত্যা বন্ধসহ বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের অবিলম্বে তাদের দেশে ফিরিয়ে নেয়ারও দাবী জানান।